অ্যাপলক দিয়ে লক করা অ্যাপস পাসওয়ার্ড/প্যাটার্ন ছাড়া আনলক করুন

অাসসালামু অালাইকুম,

সুপ্রিয় বন্ধুরা আশাকরি সবাই ভালো অাছেন। টেকটিউনসের সাথে থাকলে ভালো থাকার কথা। এটা আমার ২ য় টিউন। নতুন হিসেবে অামি সবার কাছে অপরিচিত। কিন্তু অামি চেষ্টা করবো ভালো মানের টিউন তৈরি করে অাপনাদের প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞতা অারো বাড়িয়ে তুলতে।

আমি এবারের টিউনে অালোচনা করব কিভাবে অ্যাপলকের পাসওয়ার্ড খুলা যাবে পাসওয়ার্ড ছাড়া। প্রসেসটা খুবই সহজ। এই প্রসেস ব্যবহার করে অাপনি বন্ধুর ফোনে অ্যাপলক লাগানো সকল অ্যাপসে প্রবেশ করতে পারবেন তার পাসওয়ার্ড/প্যাটার্ন না জেনে। বন্ধুকে পাসওয়ার্ড ছাড়া অ্যাপ খুলে বন্ধুর কাছ থেকে হ্যাকারের উপাধি পেতে পারেন। সম্পূর্ন ট্রিকসটা সহজ করতে আমি এর একটি ভিডিও টিউটরিয়াল বানিয়েছি। আশাকরি ভিডিও দেখে অাপনি সহজেই কাজটি করতে পারবেন। ভালো লাগলে অামার ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করুন।

https://youtu.be/4hgWcJhW9VQ

পাসওয়ার্ড ছাড়া অ্যাপ অানলকের জন্য যা করতে হবে

১. সেটিংসে যান

২. অ্যাপমেনেজার এ যান

৩. অ্যপলকের অ্যপসটিতে ক্লিক করুন

৪. ফোর্স স্টোপ করে দিন

আপনার কাজ শেষ এখন অাপনি লক করা সকল অ্যাপস ব্যবহার করতে পারবেন পাসওয়ার্ড ছাড়া। তবে কাজ শেষে আবার অ্যাপসটাতে ক্লিক করে রাখুন। এতে করে অ্যাপটা অাবার ব্যাকগ্রাউন্ডে রানিং হবে এবং পুনরায় লক হয়ে যাবে সকল অ্যাপস। এতে অাপনার বন্ধু বুঝতেই পারবে না আপনি কি করে পাসওয়ার্ড জানলেন।

বিদ্র: কোনো খারাপ কাজে প্রসেসটা ব্যবহার করবেন না। শুধুমাত্র মজা করতে ব্যবহার করবেন।

→ সবাই ভালো থাকবেন। কোনো সমস্যা হলে টিউটমেন্ট করুন অামি রিপ্লে দিয়ে সাহায্য করবো। টেকটিউনসের সাথেই থাকুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হাহা যদি সেটিংসই লক করে রাখে তাহলে কী করবেন…আমি তাই সেটিংস সহ লক করে রাখি…:D