অাসসালামু অালাইকুম,
বন্ধুরা অাশাকরি সবাই ভালো অাছেন। টেকটিউনসের সাথে থাকলে ভালো থাকারই কথা। তো বন্ধুরা কথা না বাড়িয়ে কাজের কথায় চলে অাসি।
অাজকে অামার টিউনের বিষয় হলো জাদু। ভাবছেন আপনি জাদুকর নাকি। নারে ভাই অামি কোনো জাদুকর নয়। কিন্তু এই অ্যাপ অাপনার কাছে থাকলে অাপনার বন্ধুরাও অাপনাকে জাদুকর ভাবতে শুরু করবে। তার জন্য অাপনাকে যা করতে হবে:
→ প্লে স্টোর থেকে রিভার্স ম্যাজিক এফএক্স নামের অ্যাপসটা ডাউনলোড দিতে হবে।
অ্যাপস ডাউনলোড তো হলো এবার হয়ত ভাবছেন ডাউনলোড করে দিয়েছি তাহলে তো কাজ শেষ এবার নিজেই করে নিতে পারবো। কিন্তু কাজটা এতটা সহজ নয় যতটা অাপনি ভাবছেন। অাপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতে অামি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছি। ভিডিওটি দেখে অাপনি খুব সহজেই ম্যাজিকটা কিভাবে তৈরি করতে হয় তা বুঝতে পারবেন।
এই অ্যাপস দ্বারা আপনি যেসব ম্যাজিক তৈরি করতে পারবেন:
→ ছেড়া কাগজ জোড়া লাগানো
→ কলা কিংবা অাপেল কেটে জোড়া লাগানো
→বিছানা থেকে বালিশ অাপনার হাতের ইশারায় চলে অাসবে
★ অামি এখানে ছেড়া কাগজ জোড়া লাগানোর ট্রিকসটা দেখিয়েছি। সবগুলো দিলে ভিডিওটি বড় হয়ে যেত। একটা পারলে বাকিগুলোও আপনি নিজেই পারবেন। অামার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবসক্রাইব করুন। অামি নতুন তাই হয়ত সবকিছু অন্যদের মতো সুন্দর হয়নি।
→ কষ্ট করে অামার টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন অার টেকটিউনসের সাথে থাকুন। নিজের খেয়াল রাখবেন।
আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।