আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬
কারেন্ট ভার্সন : ৩.০
রিকয়্যার এন্ড্রয়েড : ২.২+
সাইজ : ২.১ মেগাবাইট
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
বর্তমান ফুটবল বিশ্বে লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটি উজ্বল নাম। রেকর্ড ভাঙ্গা এবং গড়া এই দুইজনের জন্য নিত্য নৈমত্বিক কাজ হয়ে দাড়িয়েছে এবং কে কাকে ছাড়িয়ে যাবে তাই নিয়ে প্রতিনিয়ত প্রতিযোগীতা চলছে। আর ফুটবল প্রেমিক পুরো পৃথিবীতেই এই দুই জনের ভক্তের সংখ্যা সবথেকে বেশী। তাই হয়েতো অনেকেরই মনে হয় আমি যদি মেসি হতে পারতাম কিংবা রোনালডো হতে পারতাম, মেসি কে হারাতে পারতাম কিংবা রোনালডো কে হারাতে পারতাম।
আর তাই, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য ছোট্ট একটি মজার গেইম “Tic Tac Toe Messi Vs Ronaldo”, এটা কোনো ফুটবল গেইম না, এটা আমরা সবাই ছোটবেলায় অনেকেই স্কুল/কলেজে কাটাকাটি গেম খেলেছি, এবং এখন ও খেলছি। এই গেইম টি ও সেই রকম, কিন্ত এখানে গোল আর ক্রশের পরিবর্তে রয়েছে মেসি এবং রোনালডো।
আপনি মেসি হয়ে কম্পিউটারের (রোনালডো) সাথে খেলতে পারবেন এবং এখানে পরস্পর দুইজন খেলার ও ব্যবস্থা রয়েছে, আপনি আপনার বন্ধুদের সাথে এই গেমটি খেলতে পারেন। যে কি-না একজন মেসি হবে আরেকজন রোনালডো।
আশা করি গেইমটি আপনারা উপভোগ করবেন।
ধন্যবাদ।
আমি শাহীন জাইয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।