আমাদের প্রায় সবার-ই একটি বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করে থাকি, এসব অ্যাকাউন্টে কি পরিমান ব্যালেন্স আছে বা কোন দিন কত জমা উত্তোলন করা হয়েছে তার হিসাব রাখা হয় না খাতা কলমে। ব্যাংকে গিয়ে জানা তা সময় সাপেক্ষ। সবগুলো অ্যাকাউন্ট মিলে বর্তমান কত টাকা আপনার আছে সব হিসাব সহজে ম্যানেজ করা যাবে এই অ্যাপটির মাধ্যমে।
বাংলাদেশী
আপটি বাংলা/ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে।
Pocket Bank অ্যাপটির মাধ্যমে আপনি আপনার সকল ব্যাংক অ্যাকাউন্ট এর হিসাব সহজে রাখতে পারবেন। যেকোন সময় প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স সহ লেনদেনের বিস্তারিত দেখতে পারবেন।
অ্যাপের সবিধাদি
- English, Bangla ভাষায় অ্যাপটিতে কাজ করা যাবে।
- খুবই সহজ সাবলিল ও সুন্দর ইন্টাফেস।
- ড্যাসবোর্ডে সকল অ্যাকাউন্টের একটি ব্যালেন্স গ্রাফ রয়েছে যা সব অ্যাকাউন্টের ওভারভিউ দিবে।
- সর্বশেষ ৫টি লেনদেন দেখবে পাবে ড্যাসবোর্ডে।
- আনলিমিটেড ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।
- ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন।
- লেনদেনগুলো ম্যানেজ করা যাবে।
- প্রয়োজনে যেকোন তথ্যা এডিট,ডিলিট করার ব্যবস্থা রয়েছে।
- খুব সহজে তথ্য বেব করার সার্চ সিস্টেম।
- ডাটা ব্যাকআপ রিস্টোরের সুবিধা।
- নিরাপত্তার জন্য লগিন সিস্টেম।
- আরো অনেক ...
- ক্রমান্নয়ে আরো সুবিধা যোগ হবে।
- অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করুন।
-এখন আপনার অ্যাপটি কোন ভাষায় চালাতে চান তা সিলেক্ট করে সেভ করুন।
- অতপর আপনার সব অ্যাকাউন্ট গুলো যুক্ত করুন।
- অ্যাকাউন্টগুলোতে ইনিশিয়াল ব্যালেন্স ডিপোসিট(জমা) হিসাবে এন্ট্রি করুন।
- এখন আপনার অ্যাকাউন্ট গুলোতে প্রতিদিনের লেনদেনগুলো যুক্ত করুন আর এক পলকেই সব হিসাব পাবেন আপনার সামনে।
আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।