রুট ছাড়াই Notification Bar চেঙ্গ করুন

এ।আপনি ইচ্ছা করলেই এখন আপনার নোটিফিকেশন বার চেঙ্গ করে ফেলতে পারেন।ফোন রুট করা ছাড়াই ফট/থিম সেট করুন Notification Bar এ।নোটিফিকেশন বারে সেট করতে পারবেন ইচ্ছামত থিম।একদম নতুন ভার্সন তাই অনেক নতুন নতুন ফিচার বা থিম যোগ করা হয়েছে অ্যাপসটিতে।

নিজের ফোনটিকে নিজের মত সাজিয়ে ব্যবহার করতে সবাই পছন্দ করে। নোটিফিকেশন বারটিকে পছন্দমত সাজিয়ে নিতে সবাই চান। অনেকের ফোনের নোটিফিকেশন বারে তার ছবি দেখে আপনারও ইচ্ছা হতে পারে নিজের ফোনটিকে এমনভাবে সাজাতে।কিন্তু পারছেন না। একটাই কারন আপনার ফোন রুট করা নেই।

আপনি যদি ফোন রুট করে এই কাজটি করতে চান তবে আপনাকে বিভিন্ন সমস্যায় পরতে হয় মাঝে মাঝে অনেক ঝুঁকি আছে। যেমন আপনার ফোন এর ফলে যেকোনো সময় brick হয়ে যেতে পারে। আবার ব্রিক হয়ে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়।

Status_bar

তাই এখন আপনি কোন ধরনের ঝুঁকি বা ফোন রুট করা ছাড়াই আপনার ফোনটিকে সাজাতে পারবেন নোটিফিকেশন বারে ফটো বা থিম যোগ করে।এমনকি রুট ব্যবহারকারীরাও এই অ্যাপটি ব্যবহার করে নোটিফিকেশন বার পরিবর্তন করে নিতে পারেন।

এই অ্যাপটি ব্যবহার করা খুবই সহজ। অ্যাপটি ওপেন করে থিম বাছাই করে নিন বা নিজের ফটো সিলেক্ট করে নিন।রুট ছাড়া এই কাজ করার জন্য ২টি জনপ্রিয় অ্যাপ রয়েছে। ২টা অ্যাপ দুই ধরনের। অনেক কাজে লাগবে অ্যাপ ২টি। তবে ২টি অ্যাপই প্রিমিয়াম ভার্সন মানে ২টা অ্যাপ এর জন্যই ডলার লাগবে।

বিস্তারিত জানুন এবং অ্যাপ ডাউনলোড করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস