গুগলের স্মার্টফোন সিরিজ নেক্সাসেরই পরবর্তী সংস্করন পিক্সেল। নেক্সাস সিরিজের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে এখন পিক্সেল। পিক্সেল ফোনটির সাথে গুগলের ওয়ালপেপার অ্যাপ উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছিল। এবার গুগলের সেই ওয়ালপেপার অ্যাপ উন্মুক্ত করেছে গুগল।
গুগলের নতুন ওয়ালপেপার অ্যাপ অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন বা তার পরের সব সংস্করণের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ব্যবহার করা যাবে।তবে অ্যান্ড্রয়েড ৭.০ বা নোগাট সংস্করণে এই ওয়ালপেপার অ্যাপ এর বিশেষ কিছু ফিচার পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এই গুগল ওয়ালপেপার অ্যাপ গুগলের নতুন এই অ্যাপ ব্যবহার করে ‘আর্থ’, ‘ল্যান্ডস্কেপ’, ‘লাইফ’, ‘টেক্সচারস’ প্রভৃতি বিভাগের বিভিন্ন ওয়ালপেপার পছন্দ করতে পারবেন ব্যবহারকারী। অ্যাপটি ব্যবহার করে স্মার্টফোনে থাকা অন্যান্য ওয়ালপেপার অ্যাপ কিংবা গ্যালারিতেও ঢুকে ওয়ালপেপার পরিবর্তন করা যাবে। গুগল আর্থ, গুগল প্লাস বা অন্যান্য গুগল সেবা থেকে ছবি পেতে সাহায্য করবে গুগলের এই ওয়ালপেপার অ্যাপটি।
নোগাট অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা হোম ও লক স্ক্রিনের জন্য পৃথক ওয়ালপেপার পছন্দ করতে পারবেন। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীরা শুধু হোম স্ক্রিনে ছবি ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীরা নির্দিষ্ট ক্যাটাগরি সেট করে দিতে পারবেন এই ওয়ালপেপার এর জন্য। এতে অ্যাপটি প্রতিদিন স্বয়ংক্রিয়ভাবে ওয়ালপেপার পরিবর্তন করবে। অ্যাপটির সাইজ ২ দশমিক ৩ মেগাবাইট। গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা ব্যবহারকারীরা ব্যবহার করবে।
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।