আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চই, সবাই ভালো থাকেন এটাই আমার কামনা। বন্দুরা আজকে কোন ভিডিও এডিটর নিয়ে টিউন লিখছিনা,
আজ সাড়া বিশ্বের জনপ্রিয় একটা এন্ড্রয়েড এন্টিভাইরাস সম্পর্কে লিখবো, যার নাম Dr.Web এটা নিয়ে এখানে অনেক টিউন হয়েছে, তার পরেও আজ আমি নতুনদের জন্যে লিখবো।
সবাইতো আর আপনার আমার মতো এডভান্স না, যাই হোক
এবার টিউন শুরু করি নাকি বলেন আপনারা, শুরুতেই নিচের
দেয়া লিংক থেকে চটপট সফটওয়্যার টি ডাউনলোড করে ফেলুন। Download Dr.web.zip
এবার Es File Explorer দিয়ে অথবা আপনার কাছে যদি আর কোন ভালো Explorer থাকে তবে সেটা দিয়ে
ডাউনলোড করা Dr.web.full.zip ফাইলটাকে আনজিপ করে ফেলুন। সেটাও যদি না পারেন তবে নিচে ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে সেখান থেকে দেখে দেখে কাজটি করতে পারেন।
ভালো জিনিষ পেতে হলে আপনাকে এটুকু কষ্ট স্বীকার করতেই হবে ভাইজান। ES Explorer pro ভার্সনটা ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড Es Explorer pro
করলেন ইন্সটল ও করলেন এবার এক্টিভ করবেন কিভাবে করবেন। স্ক্রীন শটে কাজের নিয়ম গুলো দেখুন। ES Explorer ওপেন করে Dr.zip ফাইলটা খুজে বের করুন নিচের ছবির মতো
সব শেষে dr.web.32 key ফাইল টি কপি করে Android >Data > com.dr.web >files ফোল্ডারে পেস্ট করুন। তারপর সফটওয়্যারটি ওপেন করে Activate Licence > copy from file > Ok করে দিন। ব্যাস কাজ শেষ।
তারপরেও যদি না বুঝেন আমার আর কি করার আছে ভাই। কি মাইন্ড করলেন নাকি? না ভাই আপনার জন্যে এতো কস্ট করে ভিডিও টিউটোরিয়াল তৈরী করলাম সেটা কে দেখবে বলুন।
জাস্ট ফান করলাম আরকি, ভিডিও দেখে দেখেই সফটওয়্যার টি এক্টিভ করার কাজটি তারা তারি সেরে ফেলুন।
https://youtu.be/eW63Hx7pIpE
আর কি লিখবো আর লিখতে ভালো লাগছেনা আসি তাহলে, পরের টিউনে দেখা হবে কথা হবে, খোদা হাফেজ।
বিঃদ্রঃ আপনার এন্ড্রয়েড ভার্সন ৪.০ বা তার উপরে হতে হবে।
আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।