ফ্লাই – বাংলাদেশী ডেভেলপারদের তৈরী ২০১৬ এর সেরা আন্ড্রয়েড গেম!!!

অনেক তো খেললেন বিদেশীদের তৈরি আন্ড্রয়েড গেম। এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ২০১৬ তে বাংলাদেশী ডেভেলপারদের তৈরি সেরা একটি গেমের সাথে। অন্ধকারময় ধাঁধাঁ এর মাজে প্ল্যান উড়ানোর মজাই আলাদা আর এমনই এক রোমাঞ্চকর এনভাইরনমেন্ট নিয়ে তৈরি হল আন্ড্রয়েড গেম "ফ্লাই"। আমাদের দেশের একটি উদীয়মান স্টার্ট আপ কোম্পানী টিম রিবুট এর হাত ধরেই এই থ্রিডি গেম এর আগমন ঘটে।

ফ্লাই গেমটি একটি এন্ডলেস এনভাইরনএন্ট নির্ভর গেম। এতে সুধু মাত্র একটিই লেভেল আছে যেখানে আপনাকে বাধা গুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। আপনার রোমাঞ্চকর ভ্রমণকে আরো মজাদার করার জন্য ফ্লাই গেমটিতে রয়েছে পার্ক, হেল্থ, বুস্টআপ সহ আর বেশ কিছু ফিচার। এছারাও আপনি গুগলপ্লে এর লিডারবোর্ড ব্যবহার করে অন্যদের তুলনায় আপনার অবস্তান কত সেটা জানতে পারবেন। থাক থাক অনেক বলে ফেললাম আর কিছুয়ে বলবনা। এবার গেমটি ডাউনলোড করে খেলা শুরু করার পালা। নিচের বাটনে ক্লিক করলেই আপনি গুগল প্লেস্টোরে ফ্লাই গেমের ডাউনলোড পেজে পৌছে জাবেন।

আজ এপর্যন্তই, ইনশাআল্লাহ্‌ সামনে আমাদের দেশি ডেভেলপারদের তৈরি আরো অসাধারন অ্যাপ এবং গেম নিয়ে হাজির হব। আশা করি আপনারাও আমাদের দেশি ডেভেলপারদের উৎসাহ দিবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরকারীদের একজন হবেন। কাজেই এখন আপনাকে যা করতে হবে তা হল একজন সুনাগরিক এর মত আমাদের দেশি ডেভেলপারের এই গেমটি সবার সাথে শেয়ার করা।

ভাল থাকবেন, আল্লাহ হাফেয।

Level 0

আমি এম.এস.আই সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ব্রাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক করছি। পাশাপাশি আমি আমার নিজের ব্লগ http://techmasi.com এ আর্টিকেল লেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গর্বিত