মোবাইল থেকে ক্রিকেট, ফুটবল লাইভ দেখুন ছোট্ট অ্যাপস দিয়ে (মাত্র ১.৮ মেগাবাইট করে)

এই টিউনটি তাদের জন্য যারা মোবাইল থেকে লাইভ ফুটবল এবং ক্রিকেট ম্যাচ দেখতে চান। দুইটি অ্যাপ আপনার সকল সমস্যা সমাধান করে দিবে ইনশাল্লাহ। অ্যাপ-দুইটির সাইজ নিয়ে ভয়ের কিছু নাই 😛 মাত্র ১.৮ মেগাবাইট করে, মানে ডাউনলোড দেয়ার আগেই ইন্সটল হয়ে যাবে 😆

যে কারণে অ্যাপটি অন্যান্য লাইভ অ্যাপ থেকে এটি আলাদাঃ

১. অ্যাপটি ইউজার ফ্রেন্ডলি, সাইজে কম এবং খুবই হালকা।

২. অন্যান্য অ্যাপের মত ১০-১২ টা পপ-আপ অ্যাড (ad) আপনাকে বিরক্ত করবে না।

৩. অন্যান্য অ্যাপের মত খেলা চলাকালীন সময় কোন ডেড-লিঙ্ক পাবেন না, বিগ ম্যাচ হলে একাধিক লিঙ্ক দেওয়া হয়। ইনকেস একটা কাজ না করলে যেনো অন্যগুলো দিয়ে খেলা উপভোগ করে যেতে পারেন।

৪. সর্বদা খেলা শুরু হবার ১০ মিনিট আগে সকল লিঙ্ক আপডেট করে দেওয়া হয়।

৫. তাছাড়া কারো যদি বিশেষ কোন ম্যাচ দেখার ইচ্ছা থাকে Beyond Infinity -র অফিসিয়াল ফেসবুক পেজে খেলা শুরু হবার ১ ঘণ্টা আগে ম্যাসেজ দিয়ে রাখলে খেলা শুরুর ঠিক ১০ মিনিট আগে লিঙ্ক আপডেট করে দেওয়া হয়।

Beyond Infinity -র পক্ষ থেকে Live Football (লাইভ ফুটবল) এবং Live Cricket (বাংলাদেশ ক্রিকেট) নামে দুইটি আলাদা অ্যাপ গুগল প্লে-ষ্টোরে শেয়ার করা হয়েছে।

যা যা পাচ্ছেন অ্যাপ-দুইটিতেঃ

ক. Live Streaming (লাইভ স্ট্রিমিং) : খেলা শুরুর ১০ মিনিট আগে লাইভ অন-গোয়িং ম্যাচের লিঙ্ক এখানে শেয়ার করে দেওয়া হয়।

খ. Live Score (লাইভ স্কোর) : চলমান খেলার লাইভ স্কোর বোর্ড দেখতে পারবেন।

গ. Fixture (শিডিউল) : আপকামিং ম্যাচের সময়, তারিখ জানতে পারবেন।

ঘ. Results (ফলাফল) : যেকোন ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন।

ঙ. Highlights (হাইলাইটস) : কোন লাইভ ম্যাচ ম্যাচ মিস করে থাকলে আপ-টু-ডেট হাইলাইটস দেখতে পারবেন।

চ. Great Moments (সেরা মুহূর্ত) : এইখান থেকে অতিতের সেরা মোমেন্টগুলো রি-কল করতে পারবেন।

একজন ফুটবল অথবা ক্রিকেট ফ্যান সব কিছু পাচ্ছেন একটি অ্যাপে 😀

 

ফুটবল ফ্যানরা ডাউনলোড করুনঃ

Google Play Store (গুগল প্লে স্টোর)

MediaFire (মিডিয়াফায়ার)

Drop Box (ড্রপ বক্স)

ক্রিকেট ফ্যানরা ডাউনলোড করুনঃ

Google Play Store (গুগল প্লে স্টোর)

MediaFire (মিডিয়াফায়ার)

Drop Box (ড্রপ বক্স)

 খেলার আপডেট ও অন্যান্য নিউজ পেতে অফিশিয়াল ফেসবুক পেজে লাইক দিন- Beyond Infinity. Your satisfaction is our main priority 😀 ধন্যবাদ সবাইকে 🙂

Level 0

আমি চিন্তিত পাবলিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস