বিসিএস, বারকাউন্সিল, জুডিসিয়ারী, সকল পরীক্ষার প্রস্তুতি হবে মোবাইলে, আছে ইংরেজী Tense এর গঠন উদাহরণ মূলক এপ। আমার ডেভেলোপ করা কিছু এন্ড্রয়েড এপস, কাজে আসে কিনা দেখুন…

বিসিএস এমসিকিউ মডেল টেস্ট

 

বিসিএস প্রিলিমিনারী বাংলাদেশের অন্যতম সেরা নিয়োগ সংক্রান্ত পরীক্ষা, যারা পরবর্তী বিসিএস প্রিলি প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন তাদের সবার জন্যই আমার এপটি তৈরী করা। এই এপটিতে গত কয়েক বছরের প্রিলি প্রশ্ন বিবেচনায় রেখেই এই কুইজ বা এমসিকিউ এপটি বানানো হয়েছে।
এই এপের বিশেষ সুবিধা হচ্ছে, ভুল উত্তর দিলে সঠিকটি বলে দিবে, এবং পরবর্তীতে আবার ফেরত আসবে। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, তাই অনেকক্ষন স্টাডি করলেও চোখে প্রবলেম করবেনা। এই এপটিতে বিসিএস প্রিলি এর সব সিলিবাসই মেইনটেইন করা হয়েছে। সুতরাওং টেস্ট দিয়েই দেখতে পারেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

 

English Tense এর উদাহরণ দিয়ে একটি এপ

ইংরেজী ভাষা শিক্ষার জন্য Tense যে কত গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয় কাউকে বুঝানোর দরকার নাই এখানে, আমরা সবাই Tense সম্পর্কে জানি, কিন্তু অনেক সময় Sentence বানাতে যেয়ে অনেকেরই Tense এর গঠন সংক্রান্ত সমস্যা হয়, যেগুলো উদাহরণ দেখা ছাড়া ভালো ভাবে শিখা সম্ভব নয়। তাই এই বিষটা মাথায় রেখে বানিয়ে ফেললাম 600 Tenses Examples.

 

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

 

বিখ্যাতদের মজার মজার গল্প নিয়ে সাজানো হয়েছে এই এপ এ...

 

গল্প শুনতে আমাদের সবারই ভাল লাগে সেটা যদি হয় মজার, তার উপর বিখ্যাতদের মজার মজার গল্প তাহলেতো কথাই নেই, স্টুডেন্ট, সভা সেমিনারেও অনায়েসে প্রেজেন্ট করতে পারেন দুই একটি প্রাসঙ্গিক মজার ঘটনা, তাই এখনই প্লে স্টোর থেকে ইন্সটল দিন।

 

 

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

 

 

 

 

শিক্ষামূলক গল্পসল্প নিয়ে একটি ইসলামী এপ

যারা শিক্ষামূলক গল্প খুঁজেন  তাদের জন্য আমার এই এপ।  অনেক সময় ছোট ভাই বোন বা ছাত্র ছাত্রী গল্প শুনতে আবদার করে, তাদেরকে গল্প শুনানোর মাধ্যমে কিছু শিক্ষা মূলক জ্ঞানও দিতে পারবেন, সংগ্রহে রাখুন কাজে আসবে।

 

 

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

আমার এপগুলো যদি একটুও ভাল লাগে দয়া করে ৫ রেটিং দিবেন আশা করি, আপনাদের একটু উৎসাহ পেলে আরো নতুন নতুন এপ নিয়ে আপনাদের  সামনে উপস্থিত হব।  কোন সাজেশন বা প্রশ্ন থাকলে সরাসরি আমাকে টিউনমেন্টে বা ইমেলে জানাতে পারেন, আপনাদের সাজেশন সাদরে গ্রহন করবো এবং পরবর্তী আপডেট এ বাস্তবায়ন করবো কথা দিলাম।

 

আমার সবগুলো এপ একসাথে দেখতে এখানে ক্লিক করুন

 

 

নিচের এপসমুহ শুধুমাত্র আইন পেশার সাথে সম্পর্কিত ব্যক্তিদের জন্যঃ

বারকাউন্সিল এডভোকেটশীপ মডেল টেস্ট

যারা এডভোকেটশীপ পরীক্ষার প্রস্ততি নিচ্ছেন তাদের জন্য এই এপটি অত্যন্ত জুরুরী ও প্রস্তুতির মান যাচাই করতে এই এপের বিকল্প নাই। বাংলাদেশ বারকাউন্সিলের প্রিলি পরীক্ষার উপর এটাই প্লে-স্টোরের একমাত্র এপ। এই এপটিতেও রয়েছে ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস, যেখানে অনেক্ষন স্টাডি করলেও বিরক্ত হওয়ার সুযোগ নাই। এই এপটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, যেখান থেকে কমন পরার যথেষ্ট নিশ্চয়তা আছে।

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

আইনপেশাজীবিদের জন্য আরো আছে নিচের এপ সমূহঃ

সিডিউল ২ ফৌজদারি আইন

SCHEDULE II CrPC

 

এই এপটি দীর্য দিন ধরে করবো করবো বলে অনেক শুভাকাঙ্ক্ষীদের কথা দিয়ে আসছিলাম, সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত প্রজেকট হওয়ায় টাইপিং সঙ্ক্রান্ত কারণে অনেক বিলম্ব হলেও, বহুল কাঙ্ক্ষিত এপটি আপনাদের দিতে পেরে আমি আনন্দিত।।

 

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

 

THE CODE OF CRIMINAL PROCEDURE - 1898

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

 

 

THE LIMITATION ACT 1908

 

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

 

THE SPECIFIC RELIEF ACT 1877

প্লে-স্টোর থেকে ইন্সটল করুন

 

আমার এপগুলো যদি একটুও ভাল লাগে দয়া করে ৫ রেটিং দিবেন আশা করি, আপনাদের একটু উৎসাহ পেলে আরো নতুন নতুন এপ নিয়ে আপনাদের  সামনে উপস্থিত হব।  কোন সাজেশন বা প্রশ্ন থাকলে সরাসরি আমাকে টিউনমেন্টে বা ইমেলে জানাতে পারেন, আপনাদের সাজেশন সাদরে গ্রহন করবো এবং পরবর্তী আপডেট এ বাস্তবায়ন করবো কথা দিলাম।

 

 

 

 

 

 

 

 

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস