বন্ধুরা, আপনারা সবাই কেমন অাছেন? অাশাকরি ভালো অাছেন।।
ঠিক আপনি যেমন চান, এটি সেরকই একটি এপস। আমরা সবাই এখন সেলফি নিয়ে মেতে থাকি। কিভাবে খুব সুন্দর করে সেলফি তোলা যায়।
আবার সেলফি তোলার পর তাকে আরেকটু সুন্দর করে ফেসবুক এবং বন্ধুদের সাথে শেয়ার করা যায় এটা আমাদের নিত্য টেনশনে পরিণত হয়েছে। আর এজন্য আমরা প্রতিদিন প্লে স্টোর ঘেটে খুজঁতে থাকি এরকম এপস। কিন্তু সমস্যা হয় তখন, যখন মনের মতো এপস পাইনা। আর খুঁজতে হবে না। কারণ আমি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য কার্যকরী একটি এপস যা আপনার সেলফি কে করে তুলবে আরো আকর্ষনীয় আর সুন্দর। আজে বাজে এপস তো অনেক ইউজ করলেন এবার নিয়ে নিন সত্যিকারের কাজের এপস যা শুধুমাত্র আপনার সেলফির জন্যই তৈরি। এতে এমন সব ইফেক্ট আর টুল রয়েছে যা আপনার সেলফির ধারণা কে পালটিয়ে দিতে বাধ্য। একবার ব্যবহার করেই দেখুন, আপনার ভালো লাগবেই। এটা আমি পার্সোনালি ইউজ করি। তাই আমার ফ্রেন্ডের সংখ্যাও প্রচুর। মেয়ে, ছেলে সবাই ব্যবহার করতে পারবেন।
1. ফটো তোলার পর এপ্সটি দিয়ে প্রায় ৯০ রকম, ফটোতে ফিল্টার করতে পারবেন! যা অন্য কোন এপ্স দিয়ে করতে পারবেন না।
2.এপ্সটি দিয়ে অাপনি Collage বা ফ্রেমের ভেতরে ফটো সাজাতে পারবেন ক্রমানুসারে।
3.এপ্সটির ভেতরে থেকে অারো ফিল্টার এবং ফটো কলেজ এবং স্টিকার ডাউনলোড করতে পারবেন।
7 এম.বি এই এপ্সটির পারফমেন্স দেখে অাপনি অবাক হয়ে যাবেন অামি তার নিস্চয়তা দিচ্ছি।
তাই দেরি না করে তারাতারি ডাউনলোড করে নিন।
আজে বাজে এপস তো অনেক ইউজ করলেন এবার নিয়ে নিন সত্যিকারের কাজের এপস যা শুধুমাত্র আপনার সেলফির জন্যই তৈরি। এতে এমন সব ইফেক্ট আর টুল রয়েছে যা আপনার সেলফির ধারণা কে পালটিয়ে দিতে বাধ্য। একবার ব্যবহার করেই দেখুন, আপনার ভালো লাগবেই।
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।