যেকোন apps দুটি করে ব্যবহার করুন আপনার এন্ড্রয়েডে, যেমন ফেসবুক হোয়াটস অ্যাপ ইত্যাদি

সুপ্রিয় এন্ড্রোইড ইউজার,
আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি পরম করুনাময়ের অশেষ রহমতে ভালোই আছেন।আমিও সেই মহান সত্ত্বার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসা যাক...

আমাদের অনেকেরই একাধিক ফেসবুক, WhatsApp বা অন্যন্য ID আছে, কিন্তু একটি ডিভাইস থেকে দুটি করে ID ব্যবহার করা খুবই বিরক্তিকর। তো একটি এন্ড্রোইড ডিভাইস থেকে খুব সহজেই দুটি ফেসবুক, WhatsApp বা অন্যান্য যেকোন apps দুটি করে ব্যবহার করতে আপনাদের প্রয়োজন হবে parallel space নামের একটি apps. প্লে স্টোর থেকে app টি ডাউনলোড করতে নিচের লিংকে যান
Parallel space play store download link

App টি ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে ওপেন করুন। ওপেন করার পর start বাটনে ক্লিক করুন, এরপর add to parallel space বাটনে ক্লিক করুন। এবার নিচের দিকে থাকা প্লাস বাটনে ক্লিক করুন। এবার আপনার মোবাইলে ইন্সটল করা সকল apps এবং কিছু সিস্টেম apps এখানে দেখতে পাবেন। এখন আপনি যে apps গুলো দুটি করে ব্যবহার করতে চান সেগুলো মার্ক করে add to parallel space বাটনটিতে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ, এবার আরামসে যেকোন এপপ্স দুটি করে ব্যবহার করুন আপনার এন্ড্রোইড মোবাইল দিয়ে।
টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে না পারলে নিচের ভিডিও টি দেখতে পারেন

ভিডিও লিঙ্ক

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

চ্যানেল লিঙ্ক: Android Bangla Tutorial

টিউনটি সর্বপ্রথম আমার ব্লগের এখানে প্রকাশিত হয়েছে।

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি

শেষ কথাঃ
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করতে ভুলবেন না। টিউনে আলোচিত কোন বিষয় বুঝতে যদি কারও কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। পরিশেষে সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজকের মত এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ।

Level 4

আমি মুহাম্মাদ আব্দুল আলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস