যারা অ্যান্ড্রয়েডে লাইভ ফুটবল ম্যাচ দেখতে চান শুধুমাত্র তাদের জন্য।

বেশ কয়েকদিন ধরে ঘাটাঘাতি করে অবশেষে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবে লাইভ ফুটবল দেখার জন্য একটা ভালো অ্যাপ খুজে পেলাম। এই অ্যাপটা খুঁজে পেতে কমপক্ষে ২৫-৩০ টা লাইভ স্ট্রিমিং অ্যাপ ইন্সটল দিতে হয়েছিলো। কিন্তু যা যা পেয়েছিলাম তার কোনটাই কাজের না। অবশেষে একটা খুঁজে পেলাম যা অন্যগুলোর  থেকে অনেক ভালো। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার দি, আমার মত আপনারা অনেকেই হয়তো খুঁজছেন। খুব সম্ভবত অ্যাপটা নতুন তাই প্লে-ষ্টোরে সার্চ দিলে পাওয়া যাচ্ছে না। তবে মজার বিসয় হলো অ্যাপটার সাইজ খুবই কম, মাত্র ২ মেগাবাইট। অন্যান্য অ্যাপ ওপেন করা যায়না অ্যাডের যন্ত্রণায়, আর এটাতে অ্যাড নিয়ে বিরক্ত হবেন না, তাছাড়া অ্যাপটি খুবই লাইট।  লিঙ্ক দেয়ার আগে বলে নি কি পাবেন অ্যাপটাতে-

  • খেলা শুরু হবার ১০ মিনিট আগে তারা লিঙ্ক দিয়ে দেয়। (আমি নিজে ২ দিন খেয়াল করে দেখেছি, আসলেই লিঙ্ক দিয়ে দেয়)
  • কেও যদি ম্যাচ মিস করে থাকেন তাহলে পরদিন সেটার হাইলাইটস দেখতে পারবেন।
  • "গ্রেট-মোমেন্টস্" নামে একটা অপশন আছে যেখানে অতিতের সেরা মুহূর্ত গুলো দেখতে পারবেন।
  • তাছাড়া তাদের একটা ফেসবুক পেজ আছে, যদি কারো কোন বিশেষ ম্যাচ দেখার ইচ্ছা থাকে তাহলে ১ ঘণ্টা আগে জানিয়ে রাখলে সেটার লিঙ্কও দিয়ে দিবে।

Google Play Store Link- Here

ডাউনলোড লিঙ্কঃ

Dropbox

MediaFire

আশা করি খারাপ লাগবে না। যদি ভালো লাগে দয়া করে জানাবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে সময় দিয়ে পড়ার জন্য।

Level 0

আমি চিন্তিত পাবলিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস