এন্ড্রয়েড Screen Recorder অ্যাপ ব্যবহার করুন রুট ছাড়াই, ডাউনলোড করে নিন এবং জেনে নিন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন।

আজ আপনাদের জন্য এনেছি দারুন একটা অ্যাপ আশা করি সবার এই অ্যাপটি ভালো লাগবে।

সূচনা:

বিশেষ করে আমরা যারা ব্লগার বা টইটোরিয়াল বানাই তাদের জন্য স্ক্রীন রেকর্ডিং অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বিভিন্ন গেমস বা অ্যাপ এর রিভিউ বানাতে, ফেসবুক বা ওয়েব এ বিভিন্ন সমাধান এ টিউটোরিয়াল বানাতে এটি ব্যাপকভাবে দরকার হয়।

বিস্তারিত:

পিসির জন্য স্ক্রীন রেকর্ডার অ্যাপ পাওয়া সহজ হলেও এন্ড্রয়েড বা মোবাইল ডিভাইস এর জন্য এসব অ্যাপ ডাউনলোড করতে গিয়ে আমাদের পড়তে হয় বিপাকে।

অনেক সময় রুট ছাড়া এই রকম অ্যাপ ইন্স্টল করাই যায় না, আনার অনেক অ্যাপ পেইড প্লে স্টোর থেকে টাকা দিয়ে কিনতে হয়।

এ জেড স্ক্রীন রেকর্ডার:

তাই আজ নিয়ে এলাম দারুন একটি স্ক্রীন  রেকর্ডার অ্যাপ। নাম " AZ Screen Recorder" এর মাধ্যমে সহজেই এন্ড্রয়েড এ আনলিমিটেড স্ক্রীন রেকর্ড করতে পারবেন,আর রেকর্ড করার পর তা ট্রিম বা ভিডিও কাটা-সাট ও করতে পারবেন।

আমাদের মধ্যে যাদের পার্সোনাল কম্পিউটার নেই তাদের জন্য এই অ্যাপটি দারুন উপকারে দেবে।এর মাধ্যমে সহজে তারা তাদের টিটোরিয়াল বা গেমস ব। বিভিন্ন অ্যাপ রিভিউ এর কাজ করতে পারবেন।

আর আরেকটি কথা হল এতে অ্যাপ এর কোন ওয়াটারমার্ক ও থাকে না।

ডাউনলোড করে নিন:

তাহলে দেরী কেন ডাউনলোড করে নিন ২.২ এম বি সাইজের এই অ্যাপটি। ডাউনলোড করুন

আশা করি সকলের টিউনটি ভালো লেগেছে।আল্লাহ হাফেজ।

স্মার্টফোন এর রেডিয়েশন কি মানবদেহে ক্যান্সার এর জন্য দায়ী-?

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস