দেখে নিন Torrent ট্রিক ডাউনলোডার অ্যাপ

টরেন্ট ফাইল ডাউনলোড নিয়ে মাঝে মাঝেই ঝামেলায় পরতে হয়। Torrent রয়েছে এমন রেয়ার ফাইল গুলি সব সাইটে পাওয়া যায় না আবার পাওয়া গেলেও টাকা ছাড়া ডাউনলোড করা যায়না। একটি অ্যাপ এর সাহায্যে ডাউনলোড করুন সব Torrent ফাইল। aDownloader অ্যাপ এর সাহায্যে করা যায় কাজটি। Doenloader Team এর ডেভেলপার। অ্যাপটি ভার্সন ১.৬।
প্রথমে প্লেস্টোরে গিয়ে A Downloader এ যান।

ফাইল ডাউনলোডের নিয়মঃ

এখন আপনি কি যদি অডিও/ ভিডিও যেকোনো টাইপ এর ফাইল ডাউনলোড করতে চান তাহলে প্রথমে UC Browser এ টা ডাউনলোড হতে দিন। এবং ডাউনলোড Pause দিন।
এবার UC browser থেকে Download এ গিয়ে যে ফাইলটিকে ডাউনলোড হতে দিয়েছেন সেখানে টাচ করুন এবং হোল্ড করুন। এবার Click Details এ যান। এবার দেখতে পাবেন File url লিখা আছে এবং তার পাশে কপি লিখা আছ পাশে টিক চিহ্ন রয়েছে।

Torrent

এবার aDownloader ওপেন করুন এবং উপরে +A তে ক্লিক করুন। প্রথম বক্সে আগে কপি করে রাখা url টি Paste করেন। দ্বিতীয় বক্সে নাম দিন এবং তৃতীয় বক্সে যে জায়গায় সেভ করবেন তা সিলেক্ট করুন।
Torrent

যদি আপনি মার্সম্যাল ব্যবহারকারী হন তাহলে প্রথমে Setting এ যাবেন, এখন App সিলেক্ট করুন। এরপর aDownloader সিলেক্ট করে তারপর Permission এ ক্লিক করুন এবং On করুন সব কিছুতে।

এবার দেখি Torrent ডাউনলোডের নিয়মঃ

আগে একটি টরেন্ট সাইট ভিজিট করুন। এবার ব্রাউজ করে টরেন্ট এর ডাউনলোড পেইজ এ যান। এবার ডাউনলোড করুন। ফাইলটি ওপেন করার সময় aDownloader সিলেক্ট করে নিন। দেখুন এবার aDownloader ওপেন হয়েছে। এবার সেইভ লোকেশন সিলেক্ট করে নিয়ে OK দিন।
এবার টরেন্ট Megnet link symbol এ ক্লিক করুন।সরাসরি aDownloader দিয়ে ওপেন করুন দেখবেন কাজ হচ্ছে।

Torrent

ডাউনলোড লিঙ্ক পেতে এবং উৎস জানতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস