দীর্ঘদিন কাজ শেষে অবশেষে ব্যবসায়ী ভাইদের জন্য অ্যাপটি পাবলিশ করলাম! যে কোন ব্যবসার কাস্টমারদের হিসাব-নিকাশের অ্যাপ।
যেকারণে অ্যাপটি তৈরী করা:
প্রায় সব ধরণের বাবস্যার মধ্যে বাকী লেনদেন হয়ে থাকে। আর আমরা এসব কাস্টমারের বাকী লেনদেনের হিসাব রাখতে ব্যবহার করে থাকি। বাকীলেনদেনের জন্য খাতা। কাস্টমারের বাকী লেনদেনের একনজরে দেখতে তার হিসাব নির্ণয় অনেক সময় সাপেক্ষ, এবং ব্যবসায়ে সর্বমোট কত টাকা বাকী লেনদেন রয়েছে, কার কত টাকা রয়েছে, প্রত্যেকের লেনদের হিসাব গুলো একনজরে পাওয়ার জন্য যদি হয় একটি Software তবে তো সব হাতের মুঠোই হয়। আরএই সব কিছুরই সমধান দিবে সফটওয়্যার টি।
অ্যাপের নাম: Shopkeeper
প্লে-স্টোর : https://play.google.com/store/apps/details?id=com.learn24bd.shopkeeper
অ্যাপটির সুবিধাদি:
* অ্যাপটি আপনি বাংলা কিংবা ইংলিশ ভাষায় চালাতে পারবেন।
* আপনার ব্যবসার কাস্টমারদের লিস্ট করতে পারবেন।
* এক ক্লিকে কাস্টমারদের প্রয়োজনে কল করতে পারবেন।
* প্রতিদিনের কাস্টমারদের বাকী লেনদেন লিপিবদ্ধ করতে পারবেন।
* প্রতিটি কাস্টমার এর এক নজরে কত টাকা বাকী,পরিশোধ এবং বর্তমান বাকী রয়েছে তা দেখতে পারবেন।
* আপনার সম্পূর্ণ ব্যবসায় কত টাকা বাকী,পরিশোধ,বর্তমান বাকী তা এক নজরে দেখতে পারবেন। (গ্রাফ)
* প্রতিটি কাস্টমারের বিস্তারিত লেনদেন দেখতে পারবেন।
* লাইভ কাস্টমার সার্চ করতে পারবেন।
* লেনদেন গুলো সহজে সার্চ করতে পারবেন।
* কাস্টমার তথ্য সম্পাদন।
* লেনদেনের তথ্য সম্পাদন।
* অ্যাপের ভাষা পরিবর্তন।
* অ্যাপে পাসওয়ার্ড লগিন সুবিধা।
ইত্যাদি...
আশা করছি সবাই অ্যাপটি ব্যবহার করে উপকৃত হবেন এবং প্লে-স্টোরে বাংলাদেশী অ্যাপ হিসাবে ভাল রেটিং দিবেন। আপনাদের ভাল টিউমেন্ট ও রেটিং আমাকে অ্যাপটিকে আরো আপডেট উন্নত ফিচার ও সুবিধা যোগ করতে অনুপ্রাণিত করবে।
ডাউনলোড করুন:https://play.google.com/store/apps/details?id=com.learn24bd.shopkeeper
কিছু স্ক্রিনসর্ট:
আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই,বিকাশের ব্যবাসায়ীদের জন্য যদি কোন অ্যাপ করে দিতেন,খুব উপকার হত।