স্মার্ট পদ্ধতিতে আপনার দৈনিক, মাসিক, বার্ষিক আয় এবং ব্যয়ের হিসাব রাখুন একটি Android apps দিয়ে

Android Apps Review : joma-khoroch (জমা খরচ)

 

Android Apps Review

 

স্মার্ট পদ্ধতিতে আপনার দৈনিক, মাসিক, বার্ষিক আয় এবং ব্যয়ের হিসাব রাখুন  Android apps টি  দিয়ে |

joma-khoroch (জমা খরচ) tracks your daily,monthly & yearly income and expense in a easy and smart way.

 

Android Apps Review

 

এটা সফটওয়্যার এর হোম পেইজ এখান থেকে আপনি আপনার চলতি মাসের হিসাব দেখতে পাবেন।

চিত্র-১: "জমা" তে ক্লিক করে আপনার আয় এর হিসাব লিখে রাখতে পারবেন।

চিত্র-২: "খরচ" এ ক্লিক করে আপনি আপনার ব্যয় এর হিসাব লিখে রাখতে পারবেন।

 

Android Apps Review

জমা তে ক্লিক করে এই পেজে আসার পর টাকার পরিমান, ক্যাটাগরি সিলেক্ট, তারিখ সিলেক্ট এবং যদি কোন নোট থাকে তা নোটের ফাকা ঘরে লিখে সংরক্ষন এ ক্লিক করলে আপনার হিসাব টি সংরক্ষিত হয়ে যাবে।

এভাবে খরচ এ ক্লিক করে খরচের হিসাব লিখে রাখতে পারবে।

 

নোটঃ এই সফটওয়ারটির অটো ক্যালকুলেটর সিষ্টেম রয়েছে। যা আপনার আয় ব্যয় হিসাব করে টোটাল জমা কত আছে তা দেখিয়ে দিবে।

 

 

Android Apps Review

জমা খরচ মেনুঃ এই অপশনটির সুবিধা হল এখান থেকে আপনি আপনার বাৎসরিক হিসাব, মূদ্রা চিহ্ন পরিবর্তন এবং এই সফটওয়ার টিতে পাসওয়ার্ড যুক্ত করে রাখতে পারবেন। যাতে করে কেউ এটা দেখতে চাইলে পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে। যাদের কাচহহে এর পাসওয়ার্ড থাকবে তারাই শুধুমাত্র এটা দেখতে পারবে।

Android Apps Review

মুদ্রা চিহ্ন মেনু থেকে আপনি আপনার পছন্দ মতো মূদ্রা চিহ্ন ব্যবহার করতে পারবেন।

 

স্মার্ট পদ্ধতিতে  আয় এবং ব্যয়

Download Link

 

facebook account

 

স্মার্ট পদ্ধতিতে আয় এবং ব্যয়

source; AmaderPage.Com

my fb account

Level 0

আমি হাসান নুয়াইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ι'м α ѕιмρℓє ρєяѕση αη∂ ι ωαηт тσ кησω єνєяуσηє.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস