সম্প্রতি গ্রামীনফোন নিয়ে এসেছে নতুন অ্যাপস MyGP।এর মাধ্যমে গ্রামীনফোন গ্রাহকরা
পাবে সব ধরনের সেবা একটি অ্যাপস থেকে।
MyGP নামের অফিসিয়াল এই অ্যাপসটি গুগল প্লেস্টোরে গ্রামীনফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।ব্যালেন্স জানা, ইন্টারনেট কেনা, ট্যারিফ প্ল্যান পরিবর্তন, এফএনএফ নাম্বার চেক,ব্যালেন্স চেক,স্টার গ্রাহক সুবিধা, অনলাইন শপ সব ধরনের সেবা পাবেন।
MyGP অ্যাপটি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন। অ্যান্ডয়েড ৮.১ থেকে শুরু করে তার উপরের ভার্সন গুলিতে ইনস্টল করা যাবে।ভালভাবে ইনস্টল হয়ে যাবে তবে অ্যাপটিতে কিছু লিমিটেশন আছে।
এখানে ব্যবহারকারীর নাম,মোবাইল নাম্বার, বর্তমান প্যাকেজ, স্টার স্ট্যাটাস, কতদিনের ব্যবহারকারী, ইমেইল,জন্ম তারিখ,জেন্ডার এবং বিলিং অ্যাড্রেস দেখাবে।চাইলে এডিট এ গিয়ে তথ্য পরিবর্তন করা যায়।
এখানে কারেন্ট ব্যালেন্স এর পরিমান ও মেয়াদ জানা যাবে।
স্টার গ্রাহকদের স্পেশাল অফার,স্পেশাল ইভেন্ট গুলি সম্পর্কে এখানে থেকে জানা যাবে।কিভাবে স্টার গ্রাহক হওয়া যায় এই সম্পর্কে জানা যাবে।
এই অপশন থেকে ব্যালেন্স রিচারজ করা যাবে এবং ব্যালেন্স এর হিসট্রি জানা যাবে।
এই অপশন থেকে FNF নাম্বার এর লিস্ট জানা যাবে। এছাড়া FNF লিস্ট নাম্বার সেভ করা থাকলে নাম্বারের সাথে নাম ও দেখাবে।নতুন নাম্বার ও যোগ করা যাবে।
এটি একটি মাল্টিফিচার। স্পেশাল প্যাক আছে কিনা, কত টাকায় কেনা যাবে,মেয়াদ কত দিন এসব জেনে এখানে থেকে সরাসরি কেনা যাবে।এছাড়া এখান থেকে সরাসরি ভয়েস প্যাক ও বান্ডল প্যাক কেনা যাবে।
এখান থেকে সিমের কারেন্ট প্যাকেজ পরিবর্তন, FNF জানা, যোগ ও ডিলিট করা যাবে, এছাড়া মিসকল এলারট চালু বা বন্ধ করা যাবে।
গ্রামীনফোনের অনলাইন স্টোর থেকে প্রোডাক্ট ক্রয় করার সুবিধা রয়েছে,এছাড়া স্টার গ্রাহকদের জন্য কি কি বিশেষ ছার দেয়া আছে তা জানা যাবে।
এখান থেকে প্রফাইল এডিট, পাসওয়ার্ড পরিবর্তন, ইমেইল পরিবর্তন করা যাবে। About CONNECT থেকে অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এছাড়া LogOut অপশন দিয়ে অ্যাপটি থেকে অপসারন হওয়া যাবে।
আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখানে ওদের internet এর সকল প্যাক গুলা দেইনি । দিলে ভালো করতো