ES File Explorar ব্যবহার করেন না এমন লোক খুজে পাওয়া কঠিন ব্যাপ্র
কিন্তু কিছুদিন আগে এই এপ্সটির একটি কুক্রতি ধরা পড়ে যায় এবং কয়েক
হাজার হাজার মানুষ এটা আনিন্সটাল করছে, আপনি কি জানেন সে কারন্টি কি?
না জানলে শুনেনিন এই এপটির দুটি ভার্শন একটি ফ্রি অপরটি প্রিমিয়াম,
কিন্তু বলেতে গেলে বলা যায় যে একজন ইউজারের যা যা দর্কার মোটামুটি সব কিছুই
আছে এই গুনমান এপটির ফ্রি ভার্শনে, তাই এর প্রিমিয়াম ভার্শন কেও নিত না বল্লেও চলে,
ইদানিং এর আএই এপ্টি তে ইম্প্রুভ করে অনেক নতুন নতু ফিচার যুক্ত করলেও তা
ইউজারদের সন্তুষ্ট করে অক্ষম হছেন আবার তার মধ্যে এড আর এড।
কিন্তু এবার তারা এড এর বাধ ভেঙ্গে ফেলে বিপদে পড়ে গেলো।
নাম জানা নেই তবে শুনেছিলাম এই কোম্পানির নামে কে যেন কেস ও করেছে এটি কে বন্ধ
করার জন্য।
এতোটা পড়ে ও আসল দোষটা পেলেন না তাই তো?
শুনুন তাহলে এদ্র দোষ টা কি
Malware, Adware ভাইরাস গুলোর নাম শুনেছেন?
এই ভাইরাস দুটি এখনকার সময় বহুল্য আলোচিত দুটি ভাইরাস
Adware নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন এর কাজ কি?
এটি সাধারন একটি এপের মোতোই কিন্তু এটি ইন্সটাল হওয়ার পর আপনার
ফোনের মধ্যে অদ্রিশ্য হয়ে জায়, তারপর আপনার ফোনে এত এড আসবে এত এড আসবে যে আপনি নিযেই আপনার ফোনকে হতো রিসেট মারবেন কিন্তু তারপর ও কোনো ফল হয়না অবশেশে ফ্লাস অথবা নতুন কাস্টোম রম ইন্সটাল দিলে এটির থেকে নিস্তার পাওইয়া জায়।
আর ES File manager এখন এই কাজটিই করছে।
আপনি হয়তো ইদানিং লখ্য করেছেন আপনি যখন নেট ব্রাওসিং করেন তখন আপনার ফোনের স্কিরেনের উপর একটা করে আইকন ভাষে বিভিন্ন এপের আইকন, আবার আপনি যদি Wifi ব্যভার করেন তাহলে তো আর কথাই নাই ওই এড গুলো শোনা করে ডাইরেক্ট আপনার পারমিশান ছারাই আপনার ফোনে ইন্সটাল হয়ে যাবে তাও আবার আপনার ডিভাইসের এপ আকারে যা আপনি চাইলেও কখোনো আনিন্সটাল করতে পারবেন না, কিন্তা,কখোনো কি খুজে পেয়েছেন এই এড গুলো কোথা থেকে আসছে? এই গুলো ES এর ক্রিপায় আমাদের ফোনগুলো কে বলতকার করছে।
তাই আপনি যদি এখোনো আপনার ফোণ গুলোকে রক্ষা করতে চান তাহলে এই এপ এক্ষুনি আনিন্সটাল করে রাখুন যতদিন না পর্যন্ত না এটি ঠিক হয়।
কিন্তু তাই বলে কি আমরা ES এর সাধ ভুলে যাব??
আরে না ভাই এই গন্ডগোল টা শুধু ES এর ফ্রি ভার্শনে চলছে তাই আপনি চাইলে আমার দেওয়া এই
Es File explorer Alien + Moded 8 MB
(সরি ভাই লিঙ্কটা দিতে পারলাম না কারন টা পরের টিউনে দিব)
এপ টি ইউস করতে পারেন অথবা গুগোলের কাছে যিগেস করে প্র ভার্শন ফাওনলোড করে নিতে পারেন,
তবে নিচের চিত্র গুলো দেখন যদি ভালো লাগে তাহলে নিয়ে নিন একদম ফ্রিতে।
আমি রিপন শাহাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিলিভ মি এটা একটা ফাউল পোস্ট ছাড়া আর কিছুই না 🙂 google play store এ তাহলে ES কোনোভাবেই থাকতোনা। আর অ্যান্ড্রয়েডের নতুন সিকিউরিটি গুলো এতো সস্তা না। আপনার ফোনে অন্য কোনো ভাবে মালওয়্যার ঢুকেছে,খুজে বের করুন।