picsart tutorial part 4:photo manipulation tutorial

 

টেকটিউনস সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন।
আমার সবাই কম বেশ ছবি এডিটিং করতে ভালোবাসি। কিন্তু pc না থাকাতে তেমন কোনো এডিটিং করতে পারি না। PC নাইতো কি হইছে Android Mobile তো সবারই আছে। যাদের নাই তাদের জন্য এক কলস আপসোস।!
যাইহোক Mobile দিয়েও অনেক ভালো এডিটিং করা যায়। এর জন্য সবচেয়ে ভালো app picart। এটা দিয়ে pc এর মত ছবি এডিটিং করা যায়। কিন্তু কিভাবে করে আমরা তা সবাব জানি। আপনাদের জন্য আমার এই টিউটোরিয়াল part 4 :photo manipulation .

এইটা আবার কি?? সহজ কথায় ফটো ম্যানিপুলেশন হচ্ছে ছবি সম্পাদন কৌশলের যার মাধ্যমে ছবিতে একধরনের ইলিউশন তৈরি করা হয়।

Download background image :https://drive.google.com/file/d/0Bw9L_cm43eAyR2V2VkhLWkd1bWs


আগের টিউটোরিয়েল ঃ

part 3:যেভাবে চোখ এর lens color পরিবতন করবেন।How to replace Eye Color

part 2:যেভাবে ছবির মধ্যে brust effect দিবেন।

টেকটিউনস সবাই কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন।
আমার সবাই কম বেশ ছবি এডিটিং করতে ভালোবাসি। কিন্তু pc না থাকাতে তেমন কোনো এডিটিং করতে পারি না। PC নাইতো কি হইছে Android Mobile তো সবারই আছে। যাদের নাই তাদের জন্য এক কলস আপসোস।!
যাইহোক Mobile দিয়েও অনেক ভালো এডিটিং করা যায়। এর জন্য সবচেয়ে ভালো app picart। এটা দিয়ে pc এর মত ছবি এডিটিং করা যায়। কিন্তু কিভাবে করে আমরা তা সবাব জানি। আপনাদের জন্য আমার এই টিউটোরিয়াল part 4 :photo manipulation .

এইটা আবার কি?? সহজ কথায় ফটো ম্যানিপুলেশন হচ্ছে ছবি সম্পাদন কৌশলের যার মাধ্যমে ছবিতে একধরনের ইলিউশন তৈরি করা হয়।

Level 0

আমি iT FaHim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস