এন্ড্রোইড দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং (With Change Video Background) পর্ব (২)

 

এন্ড্রোইড দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং। (With Change Video Background)

আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন, বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার এন্ড্রোইড মোবাইল দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন। অবশ্য সেটা এক পর্বে দেখানো সম্ভব নয়। সকলের সহযোগীতা ও উৎসাহ পেলে আমি কয়েক পর্বে এই ভিডিও এডিটিং এর কাজ শেখাবার চেষ্টা করবো ইনশা আল্লাহ। অনেক বক বক করে ফেললাম এর জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার কাজের কথায় আসা যাক।

আপনার যা যা লাগবে

(১) একটা এন্ড্রোইড মোবাইল Ram টা কম হলেও ১ জিবি হলে ভালো হয় ৫০০ এম্বি হলেও হবে সমস্যা নাই। (২) এই সফটওয়্যার যেটা দিয়ে ভিডিও এডিটিং করবেন। নাম: Kine Master' Full Version সাইজ মাত্র ৩৮ এম্বি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (৩) আপনার দৈর্য ও সময়, তাড়াহুড়ো করলে চলবেনা।

গত পর্বে আমি শিখিয়ে ছিলাম কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। গত পর্বের টিউনটি দেখতে এখানে ক্লিক করুন

আর আজকের পর্বে আমি শেখাব ভিডিওতে কিভাবে টেক্সট ইফেক্ট যোগ করবেন।

আশা করছি সফটওয়্যার টি আপনি ডাউনলোড করে ফেলেছেন। এবার কাজ শুরু করার পালা। Kine master' ওপেন করুন। এবার প্লাস + এ ক্লিক করুন।

নিচের ছবির মতো

এবার Empty Project এ ক্লিক করুন নিচের ছবির মতো

এখন যে উইন্ডো দেখতে পারছেন এখানেই আমরা ভিডিও এডিটিং এর কাজ করবো।

সম্পূর্ন কাজ এভাবে বলে বুঝানো অনেক কষ্টকর, আর আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম। যাতে করে আপনারা সহযেই ব্যাপারটা বুঝতে পারেন। তার পরেও কারো বুঝতে কোন সমস্যা হলে আবশ্যই টিউমেন্ট করবেন। আমি সমাধান দেবার চেষ্টা করবো।

ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম ও উপকার হয় দয়া করে Subscribe করতে ভুলবেননা। আর হ্যা এই সফটওয়্যার দিয়ে আমি একটি সম্পুর্ন মিউজিক ভিডিও এডিটিং করেছি আপনার আগ্রহ থাকলে আমার এই মিউজিক ভিডিও টি দেখতে পারেন। music video name: shokhi tumar moner vitor আরেকটি কথা মানুষ মাত্রই ভুল তাই আমার ও ভুল ত্রুটি হতে পারে দয়া করে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিঃদ্রঃ একটি টিউন লিখতে যে কতোটা সময় ও কতটা ঘাটাঘাটি করতে হয়, তা কেবল যে টিউন লিখে সেই জানে। তাই বলছি দয়া করে টিউনটি কপি করবেননা। একান্তই যদি কপি করতে হয় তবে টিউনারের নাম ও টেকটিউনস এর লিংক উল্যেখ করবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে পরের টিউনে খোদা হাফেজ।

ফেসবুকে আমি

আমার আগের টিউনগুলো

এন্ড্রোইড দিয়েই প্রফেশনাল ভিডিও এডিটিং। (With Change Video background)

এন্ড্রোইড জগতে অসম্ভব বলে কিছু নাই ! জি এবার আপনার এন্ড্রোইড মোবাইল দিয়েই, যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবরতন করুন, খুব সহজেই।

আজ থেকে এন্ড্রোইড দিয়েই হাজার হাজার ছবি রিসাইজ করুন এক ক্লিকে (পেইড এপ)

আপনি কি নিজে নিজেই আপনার এন্ড্রোইড একাউন্ট খুলতে চান? তাহলে এই টিউনটি পড়ুন।

আপনার এন্ড্রোইড মোবাইলে  কম্পিউটার থেকে থেকে ফাইল  আনা-নেওয়া করতে পারছেননা,  এই নিন সমাধান।

Level 1

আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি ভালো লাগলো।