হ্যালো বন্ধুরা ! কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় ভাল আছি।
আজ আপনাদের জন্য একটা স্পেশাল ডাউনলোড ম্যানেজার নিয়ে আসলাম। যা আপনার ফাইলকে ১২টি ভাগে ভাগ করে একসাথে বারটি ধারায় ডাউনলোড করতে থাকে। যার ফলে ফাইল টি ১২গুন দ্রুত ডাউনলোড হয়।আপনি এই ভাগ করাকে নিয়ন্ত্রনও করতে পারেন। (সর্বচ্চ ১২)। আচ্ছা নাম জানতে চাচ্ছেন তো? আমি নিশ্চিত আপনি এর আগে এমন ডাউনলোডার ইউজ করেন নি। এটি খুবই ছোট এপস তাই আপনার ফোনের স্পিড ঠিক রেখে সুপার গতিতে চলতে পারে। এর সাথে আছে রিজিউম অপশন, যার ফলে ডাউনলোড করার সময় আপনি চাইলে ডাউনলোড আটকাতে পারেন এবং পরবর্তীতে যেটুকু ডাউনলোড হয়েছে তার পর থেকে পুনোরায় ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার সময় আপনার ফোন বন্ধ হয়ে গেলেও সমস্যা নাই। চরম একটি ডাউনলোডার এপস এটি। অ্যাপ টির নাম হচ্ছে লোডারড্রয়েড যার গুগল প্লে রেটিং ৪.৭।
এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
লোডারড্রয়েডের সুবিধাসমূহঃ
♦ আনলিমিটেট রিজিউম সাপোর্টেড।
♦ ব্যাটিরি শেষ হয়ে গেলে অটোমেটিক রিজিউম হয়।
♦ এন্ড্রয়েড ডিফল্ট ব্রাউজার সহ অন্যান্য ব্রাউজার থেকে লিংক সংগ্রহ করে।
♦ ওয়াই-ফাই, ৩জি সহ যে কোন কানেকশন দিতে পারবেন সর্বচ্চ ১২পার্টে ফাইল ডাউনলোড সম্পন্ন করে।
♦ যেকোন ফরম্যাট এর ফাইল ডাউনলোড করতে সক্ষম।
এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে এই ডাউনলোডার টিতে। যা আপনি ব্যবহার করে দেখতে পারেন। অ্যাপ টির সাইজ মাত্র ২.৭৩ মেগাবাইট, তাই ডাউনলোড করে দেখতে সমস্যা নেই।
আশা করি আপনারা উপক্রিত হবেন। সব ফাইল কাজ করবে। এবং কোনো প্রশ্ন থাকলে করবেন।
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।