গ্রামীনফোনের ফ্রি অফার এপস যা আপনাকে বেছে নিতে দেবে আপনার জন্য সেরা ফ্রি অফারটি! চমকে যাওয়ার জন্য প্রস্তুত হোন আর নিজেই কাস্টোমার ম্যানেজার হয়ে যান

কেমন আছেন বন্ধুরা? আমি আজ এমন একটি এপস শেয়ার করবো যা আপনাদের কাছে কখনো ছিলোনা। এটি গ্রামীনফোনের অফারের এপস। আমার সবচেয়ে পছন্দ হয়েছে এর স্টাইল, এর ডিজাইন আর এক ক্লিকেই দ্রুত কাজ করার ক্ষমতা! আপনারা এই এপস থেকে অবশ্যই দারুন উপকৃত হবেন আশাকরি। এপস টিতে অসাধারণ কিছু ফিচার আছে যা আপনাকে নিজে থেকেই সব কাজ করার সুবিধা দেবে একদম কাস্টোমার ম্যানেজারের মতো তো চলুন দেখে নেই কি কি সুবিধা দেবে এই অসাধারণ এপস টি!

এপস টি ডাউনলোড করার পর প্রথম পেজেই যা দেখা যাবে, তা হলো ১. আপনার ব্যালেন্স এবং এর মেয়াদ, ২. আপনার কতো মেগাবাইট ইন্টার্নেট আছে এবং এর মেয়াদ, ৩. আপনি কতো পয়সা কল রেটে কথা বলছেন, ৪. আপনার এস এম এস চার্জ কতো অর্থাৎ আপনি প্রতি এস এম এস এ কতো পয়সা খরচ করছেন, ৫. আপনার স্টার স্ট্যাটাস অর্থাৎ আপনি জিপির স্টার ইউজার কি না এবং যদি স্টার ইউজার হন তাহলে কোন লেভেলের স্টার, ৬. রিচার্জ, ৭. এফ এন এফ, ৮. Buy Packs ইত্যাদি।

এখন আসুন মেনু গুলো সম্পর্কে পরিচিত হই।

প্রথমেই স্টার স্ট্যাটাসঃ এই মেনুতে আপনি কি টাইপের বা কোন লেবেলের স্টার তা দেখতে পাবেন। অর্থাৎ আপনি কি সিলভার, গোল্ড নাকি ডায়মন্ড স্টার সাবস্ক্রাইবার তা দেখে নিতে পারেন এবং কি করলে বা কতো টাকা খরচ করলে আপনি স্টার হতে পারেন সেটাও দেখে নেয়া যায়। আর একটা বড় ব্যাপার হলো আপনি এখন যে স্ট্যাটাসে আছেন এই অবস্থায় আপনি কি কি সুবিধা পাচ্ছেন তা দেখে নিতে পারেন এই মেনু তে।

দ্বিতীয়ত রিচার্জঃ এই মেনু থেকে আপনার মোবাইল নাম্বারে ইন্সট্যান্ট রিচার্জ করে নিতে পারেন! কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নাই। এখানে ৫০, ১০০, ৩০০ এমনকি ৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করে নিতে পারেন।

তৃতীয়ত এফ এন এফঃ এটা তো বলার অপেক্ষাই রাখে না কি থাকতে পারে এতে। কিন্তু আপনি যা জানেন না তা হলো এখানে শুধু আপনার এফ এন এফ নাম্বারই দেখাবে না, পাশাপাশি নাম্বারটি যে নামে আপনার মোবাইলে সেভ করা আছে তার নামও দেখিয়ে দেবে নাম্বারের পাশে। কি? অবাক হলেন তো! আরও আছে। আপনি এই এফ এন এফ নাম্বারে কতো পয়সা কল রেটে কথা বলছেন তাও দেখতে পারবেন, পাশাপাশি আরো কতগুলো এফ এন এফ করতে পারবেন এবং কোন তারিখে এফ এন এফ নাম্বার পালটাতে পারবেন এই সব কিছুই একখানে। এছাড়াও নতুন এফ এন এফ এড করতে পারবেন বিনা খরচে! চতুর্থত Buy Packs: এটা আরও চরম একটা জিনিষ! এই মেনুতে গেলে আপনি ফ্রি ইন্টার্নেট পাবেন। পাশাপাশি আপনার অফারগুলো বিস্তারিত দেখতে পারবেন এবং খুব কম মুল্যে ইন্টার্নেট মেগাবাইট কিনতে পারবেন।

এই সব সুবিধা ছাড়াও এরও অনেক সুবিধা আছে যা এখন সময়ের অভাবে লিখতে পারছি না। পরে সুযোগ হলে লিখবো।

কি পছন্দ হলো তো এই এপস এর কাহিনী? আমি জানি এখন এটি ডাউনলোড করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আর আপনাকে আটকাবো না।

এখানে ক্লিক করে এই অসাধারণ এপস টি ডাউনলোড করে নিন

ভালো থাকবেন সবাই, সবসময়!

আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস