প্রিয় টেকটিউনস বাসী। অনেক দিন পর দেখা। কেমন আছেন আপনারা। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এক অতি আশ্চর্য অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে। আপনারা হয়ত ইতোমধ্যে PRISMA এর নাম শুনে থাকবেন। হ্যা শোনারই কথা। কারণ বহুদিন আগ থেকেই এই অসাধারণ অ্যাপটি আইফোন মার্কেটে অনেক জনপ্রিয়তা পেয়ে আসছে। এবং গত মাসের শেষের দিকে PRISMA এর অ্যান্ড্রয়েড ভার্সন বের হয়।
কিন্তু অ্যাপটির Beta ভার্সন বের হওয়ায় অনেক সমস্যা ছিল। তবে এবারের নতুন রিলিজটি মোটামুটি সমস্যামুক্ত। তো চলুন দেখে নেয়া যাক কি কারনে PRISMA বাজারের অন্যান্য Photography অ্যাপের চেয়ে সেরা।
PRISMA-র একমাত্র কাজই হচ্ছে একটি সাধারণ ছবি বা ইমেজকে অসাধারন Painting এ পরিণত করা। আর এ কাজটি PRISMA খুব ভালো ভাবে করতে পারে জন্যই এটি এত বিখ্যাত। তাও আবার যেনতেন Painting নয়। একেবারে Munk, Picasso এর বিখ্যাত Painting. আপনারা চাইলে একনজর এর কারিশমা দেখতে পারেনঃ
PRISMA-র যে বৈশিষ্টটি একে অন্যান্য অ্যাপের থেকে আলাদা করেছে তা হল এর Artifical Intelligence (AI) Technology. যারা জানেন না এই টেকনোলজি সম্পর্কে তারা গুগল থেকে জেনে নিতে পারেন। তবে এর প্রধান কাজ হল নিজে নিজেই কম্পিউটারের কোন অ্যালগরিদমকে বুঝতে পারা ও তা সমাধান করা।
অর্থাৎ আপনার ছবিকে আপনি যখন কোন পেইন্টিং ইফেক্ট দিবেন তখন তা আপনার ছবিকে বিশ্লেষণ করবে এবং ছবির বিভিন্ন অংশকে আলাদা আলাদা ভাবে পেইন্ট করবে।
PRISMA ব্যবহার করা একেবারে পানির মত সহজ। বলতে গেলে এটা ব্যবহার করতে কোন নিয়মই জানার প্রয়োজন নেই। এটা ব্যবহার করতে ইন্টারনেট লাগবে। যে কোন ছবি তোলার পর আপনি ৪০ টি ইফেক্টস থেকে আপনার পছন্দেরটি বেছে নিতে পারবেন। তারপর কয়েক সেকেন্ড সময় লাগবে আপনার ছবি পেইন্টিং হতে। তারপর বুম। আপনি চাইলে সরাসরি ফেসবুকে শেয়ার অথবা সেভ করতে পারবেন।
বকবক তো অনেক হল। এবার ডাউনলোডের পালাঃ
এরকম আরো টিউন পেতে নিয়মিত টেকটিউনস ভিজিট করুন। আর Paid Apps/Games ফ্রী-তে ডাউনলোড করতে ভিজিট করুন AppStok.com. ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আবার দেখা হবে পরবর্তী টিউনে। আল্লাহ হাফেজ।
আমি মিঠুন সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।