আপনি কি জানেন, আপনার ফোনটি ২০১৬ এবং ২০১৭ সালের ভাইরাসে ক্ষতিগ্রস্ত হবে কি না?
মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকমের প্রসেসর ব্যবহার করে তৈরি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও ট্যাবলেটে সফটওয়্যার ত্রুটি বা বাগ খুঁজে পাওয়া গেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। চেক পয়েন্ট নামে সাইবার নিরাপত্তাপণ্য নির্মাতা একটি প্রতিষ্ঠান নিজেদের ব্লগে এ তথ্য জানিয়েছে। তারা বলছে, পৃথিবীজুড়ে প্রায় ৯০ কোটি স্মার্টফোনে কোয়ালকম প্রসেসর রয়েছে।
হ্যাকিংয়ের ঝুঁকিতে থাকা স্মার্টফোনের মধ্যে ব্ল্যাকবেরি প্রিভ, ব্ল্যাকফোন ১ ও ২, নেক্সাস ৫এক্স, ৬ ও ৬ পি, এইচটিসি ওয়ান, এম৯ ও ১০, এলজি জি৪, জি৫ ও ভি১০, মোটোরোলা মোটো এক্স, ওয়ানপ্লাস ১, ২ ও ৩, সনি এক্সপেরিয়া জেড আলট্রা এবং স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ ও গ্যালাক্সি এস৭-এর মার্কিন সংস্করণ আছে।
‘কোয়াডরুটার’ নামের বাগটি কোয়ালকম চিপের ওপর প্রভাব ফেলে। এটি ক্যামেরা ও মাইক্রোফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে তুলে দিতে পারে। তবে ঠিক এই কারণে কোনো স্মার্টফোন হ্যাক হয়েছে, এমন খবর এখনো পাওয়া যায়নি। চেক পয়েন্টের মোবাইল পণ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মাইকেল শাওলভ বলেন, ‘আমি নিশ্চিত আগামী তিন বা চার মাসের মধ্যে ফোনের এই দুর্বলতা ধরা পড়বে।’
এ বছরের শুরুতেই কোয়ালকমকে এ সম্পর্কে তথ্য জানিয়েছিল চেক পয়েন্ট। তারপর এই সফটওয়্যার ত্রুটি দূর করতে অল্প কিছু মুঠোফোনের জন্য হালনাগাদ সফটওয়্যার প্রকাশ করা হলেও অধিকাংশ মুঠোফোন এখনো ঝুঁকির মধ্যে আছে।
গুগলের প্লেস্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ নামানো, অন্য মুঠোফোন থেকে ডেটা আদান-প্রদান এবং ইন্টারনেট থেকে কিছু নামানোর সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। চেক পয়েন্টের বানানো ‘কোয়াডরুটার স্ক্যানার’ নামে একটি অ্যাপের মাধ্যমে দেখা যাবে স্মার্টফোনে বাগ আছে কি না। নিচের ঠিকানা থেকে অ্যাপটি নামিয়ে নেওয়া যাবে। বাগ পাওয়া গেলে গ্রাহকসেবা কেন্দ্র থেকে অপারেটিং সিস্টেমটাই নতুন করে ইনস্টল করতে বলা হচ্ছে।
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।