বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চই ভালো! আমিও ভালোই আছি আর ফুর্তিতে আছি! তোমাদের সাথে নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম। হয়তোবা অনেকেই এই অ্যাপ টি ব্যবহার করেছেন। আবার অনেকেই সঠিকভাবে এটি ব্যবহার করতে পারে নাই। যারা ব্যবহার করেছেন বা যারা করেন নি তাদের সবার জন্যই এপস টি সম্পর্কে জানা জরুরী। কারণ এটি মোবাইলের স্ক্রিন কে আপনার হাতের ঘসা থেকে রক্ষা করবে আর জরুরী প্রয়োজনে খুব তারাতারি ফোন রিসিভ করা অথবা কেটে দেয়া যাবে। এটি একটি পেইড এপস, কিন্তু আমার বন্ধুদের জন্য ফ্রি দিচ্ছি! যাই হোক আজ আপনাদের সাথে এই ধরনের নতুন যে অ্যাপ টি শেয়ার করছি তার নাম Touchless Answer. নাম শুনে নিশ্চয়ই অ্যাপ টির কাজ বুঝতে পারছেন ! হ্যাঁ বন্ধুরা এই অ্যাপ টি দিয়ে আপনি মোবাইল স্ক্রীনে কোন প্রকার টাচ না করেই কল রিসিভ করতে পারবেন। কল রিসিভ করা জন্য এই অ্যাপ টি আপনার স্মার্টফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করবে। যার ফলে কল আসার সাথে সাথে আপনি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সরের উপর হাত নাড়ালেই অথবা কল আসার পর আপনি ফোন কানে লাগালেই অটোম্যাটিক কল রিসিভ হয়ে যাবে। আবার আপনি যদি সেটিংস এ যেয়ে কল রিজেক্ট সিলেক্ট করেন তাহলে কল আসার পর হাত নাড়ালেই কল রিজেক্ট হয়ে যাবে।
অ্যাপ ফিচারঃ
১) কল রিসিভ
২) কল রিজেক্ট
৩) কল রিসিভ করার সময় স্পিকার অন রাখার অপশন
৪) এসএমএস পাঠিয়ে কল রিজেক্ট করার অপশন
ডেভেলপারঃ
necta.us
প্লে স্টোর প্রাইসঃ
2.06 $
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।