আপনি কি জানেন আপনার অজান্তেই কেউ আপনার ফোনের পাসওয়ার্ড খোলার চেষ্টা করেছিলো? ধরুন আপনার মোবাইল টা কারো কাছে রেখে গেলেন অথবা বাসায় রেখে গেলেন। আপনার অনুপস্থিতিতে কেউ ধরুন আপনার মোবাইল টি আনলক করার চেষ্টা করেছে যদিও তাকে আপনি এজন্য অনুমতি দেননি। এখন কিভাবে বুঝবেন সেই লোকটা কে? প্রায়ই এরকম ঘটনা ঘটছে। আপনার ফোনে অনেক প্রয়োজনীয় তথ্য থাকতে পারে যা অন্য কারও হাতে গেলে আপনার ক্ষতি হতে পারে অথবা আপনার ক্ষতি করতে পারে। তাই অচেনা লোককে ফোন দেয়া থেকে বিরত থাকুন। কিন্তু অনেক সময় এরকমটি হয়ে ওঠেনা। অথবা আমরা এগুলো ভুলে যাই। তাই এই এপস টি আপনি ভুলে গেলেও এটি ভুলবে না। এটি শুধু আপনার ফোনকে লকই করবে না পাশাপাশি যে ব্যক্তি আনলক করার চেষ্টা করবে তার ছবিও তুলে রাখবে। কি দারুন তাইনা? কিভাবে তা করবেন বুঝতে পারছেন না?
খুব সহজে! শুধুমাত্র এই অ্যাপ টির মাধ্যমে!
এই অ্যাপ টি আপনার মোবাইল এ ভুল পাসওয়ার্ড দেয়া সকল ব্যক্তির ছবি তুলে রাখবে। পরে ছবি দেখে খুব সহজে আপনি তাকে চিনতে পারবেন।
যেভাবে ইন্সটল করবেন-
১। প্রথমে এখানে ক্লিক করে অ্যাপ টি ডাউনলোড করে নিন
২। ইন্সটল করার পর অ্যাপ টি ওপেন করুন।
৩। এবার ON ক্লিক করে অ্যাপ টি এনাবল করুন।
৪। Activate device administrator একটিভেট করুন।
ব্যাস হয়ে গেল! আপনি এটা আর ডিঅ্যাকটিভ করবেন না। এখন মোবাইল টা লক করুন এবং নিজেই ভুল পাসওয়ার্ড দিয়ে টেস্ট করুন। একবার ভুল পাসওয়ার্ড দেয়ার পর এবার সঠিক পাসওয়ার্ড দিন। দেখবেন খোলার সাথে সাথে আপনাকে জানিয়ে দিচ্ছে কে ভুল পাসওয়ার্ড দিয়েছিল এমনকি তার ছবিও দেখিয়ে দিবে।
এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।