বিখ্যাত সব কার্টুন, কমিকস সিরিজ আর অ্যানিমেটেড ছবি বানিয়ে বিখ্যাত সুনাম অর্জন করেছে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি। এবার তারা নিয়ে এসেছে নিজস্ব একটি মেসেজিং অ্যাপ্লিকেশন। এর নাম ‘ডিজনি মিক্স’। শিশু-কিশোরদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে। এ খবর জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 'TechCrunch'।
বর্তমানে মেসেজিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ও স্ন্যাপচ্যাট। তবে এসব অ্যাপের মধ্যে শিশুদের প্রাধান্য দিয়ে কোনো অ্যাপ তৈরি করা হয়নি। যদিও Snapchat অ্যাপটি কিশোর-কিশোরীদের মধ্যে বেশ জনপ্রিয়।
ডিজনি মিক্সে তাই শিশু-কিশোরদের উপযোগী মেসেজিং অ্যাপ তৈরি করা হয়েছে যাতে তারা চ্যাট করার সময় চ্যাট বক্সে তাদের পছন্দের গেম খেলতে পারে, ডিজনির তৈরি কার্টুন চরিত্র গুলোর স্টিকার্স শেয়ার করতে পারে।
শিশু কিশোরদের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছে বলে এতে বেশকিছু সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাখা হয়েছে মডারেশনের সুবিধা। কোনো ব্যবহাকারী সম্পর্কে অভিযোগ এলে বা কেউ অশালীন কোনো ভাষা ব্যবহার করলে তাকে সাময়িক বা স্থায়ীভাবে ব্লক করে দেওয়ার সুযোগ আছে। আর এই মডারেশন প্রক্রিয়া চালানোর জন্য ডিজনি মিক্সের রয়েছে একটি মডারেশন টিম।
চ্যাট বক্সে ‘whistle’ নামে একটি অপশন রাখা হয়েছে। যার মাধ্যমে কোনো আপত্তিকর কনভারসেশন রিপোর্ট করতে পারবেন ব্যবহারকারীরা। 13 বছরের কম বয়সী ব্যবহারকারীদের বাবা-মায়ের সাহায্য নিয়ে অ্যাপটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বন্ধুদের সঙ্গে চ্যাট করার পাশাপাশি ডিজনি চ্যানেল, ডিজনি X-D ও ডিজনি মুভিজের মতো ডিজনির বিভিন্ন অ্যাকাউন্টের খোঁজও তারা পাবে অ্যাপটির মাধ্যমে। এসব চ্যানেলের মাধ্যমে ডিজনির তৈরি নতুন চরিত্র, ছবি ও চলচ্চিত্রের আপডেট পাবেন ব্যবহারকারীরা।
এ ছাড়া অ্যাপটিতে ফটো ও ভিডিও শেয়ারিংয়ের ব্যবস্থাও রাখা হবে বলে ডিজনির পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যানড্রয়েড ও আইওএস দুটি অপারেটিং সিস্টেমের জন্য ছাড়া হয়েছে অ্যাপটি।
প্রতিবারের মতো আজ ও বলবো সময় পেলে ঘুরে আসবেন আমার সাইটে।
আমি আলমগীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।