আমদের সবার পরীক্ষা দেয়ার পর রেজাল্টাই হচ্ছে একমাত্র ভরসা! আমার মনে আছে, আমি যখন এস এস সি পরীক্ষা দেই এবং যখন রেজাল্টের দিন ঘনিয়ে আসে তখন খুব অস্বস্তিতে ভুগতাম। আর রেজাল্টের দিন যতক্ষণ রেজাল্ট পাইনি ততোক্ষণ কি যে অস্থিরতা কাজ করতো বলে বোঝাতে পারবো না। ইস তখন যদি আমার একটা এন্ড্রয়েড মোবাইল থাকতো আর এরকম একটি এপস থাকতো তাহলে কারও মুখোপেক্ষি হয়ে থাকা লাগতো না। যেমন এখন লাগে না। রেজাল্ট দেখার জন্য এই অ্যাপ টি ব্যবহার করতে পারেন।
এই অ্যাপ দিয়ে শুধু scc না psc,jsc,hsc সহ সব ধরনের
রেজাল্ট জানতে পারবেন।
আপনারা অনেকেই sms এর মাধ্যেমে রেজাল্ট জেনে
থাকেন।কিন্তু অনেক দেরী করে রেজাল্ট জানানো হয়
sms এর মাধ্যে তারপর আবার টাকা কাটবে। যত বার মেসেজ
করবেন প্রতিবার ৳২.৫০ টাকা কারে কেটে নিবে।তাছাড়া বিডি
রেজাল্ট ওয়েবসাইট এ অনেক সমস্যা করবে আপন ভিজিট ই
করতে পারবেন না।
কিন্তু আপনি খুব সহজে আপনার এন্ড্রয়েড সেট টির
মাধ্যেমে রেজাল্ট জেনে নিতে পারেন কোন রকম টাকা
খরচ ছাড়ায়।এবং সবার আগে।
আগে এই অ্যাপ এ কিছু সমস্যা ছিল তাই কিছু দিন আগে অ্যাপ টি
আপডেট করা হয়েছে এখন খুব ভাল কাজ করছে।
App name:BD Results
size:1.5mb
এপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অনেকের ভাই বোন এই বার jsc and psc পরিক্ষা দিয়েছে
কেমন টেনশন হয় বুঝতেই পারছেন।কিছুদিন পর আবার hsc
exam এর রেজাল্ট হবে মানে এই অ্যাপ টি অত্যন্ত কাজের
অ্যাপটি অবশ্যই সংগ্রহ করে রাখুন।
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।