কেমন আছেন সবাই? নিশ্চই ভালো! আমিও ভালো আছি! আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিজমা এপস টি যা এন্ড্রোয়েড ফোনের ইউজাররাও ইউজ করতে পারবেন! প্রিজমা কি? আসুন জেনে নেই।
প্রিজমা হলো iPhone এর একটি ফটো ইফেক্ট যা এন্ড্রয়েড ইউজাররা ব্যবহার করতে পারতেন না। কিন্তু, এন্ড্রয়েড তো আর বসে থাকবেনা তাই না? তাই এর এন্ড্রোয়েড ভার্সনও বের হলো এই প্রথম এবং এটা বেটা ভার্সন। সবচেয়ে লেটেস্ট। ইদানিং ফেসবুক ওয়ালে ঝড় তুলছে প্রিজমা নামের ফটো
ইফেক্ট এপ্লায়ার এপটি। প্রিজমা বর্তমানে কেবল
আইফোনের এপস্টোরে থাকায় এন্ড্রয়েড ইউজাররা
ব্যবহার করতে পারছিলেন নাহ। কিন্তু এন্ড্রয়েড যে বেস্ট
তা আবার প্রমানিত হল
প্রিজমার বেটা ভার্ষন রিলিজ হল এন্ড্রয়েড এ !!
এটি এখনো ফাইনাল ভার্ষন নাহ। তাই এপ ক্র্যাশ, স্লো
ইফেক্ট এপ্লাই ইত্যাদি টুকিটাকি সমস্যা থাকবে। তাছাড়া ইফেক্ট
ও কিছুটা কম। তবে যারা আইফোন ইউজারদের প্রিজমা পিক
ফেসবুকে দেখে মাথার চুল ছিড়ছিলেন তাদের জন্য মাস্ট
ট্রাই এটি। এপ্সটি চালাতে অবশ্যই ডাটা কানেকশন অন থাকা
লাগবে।
খুব শিগ্রই প্রিজমার ফাইনাল ভার্ষন প্লেস্টোরে রিলিজ
দেওয়া হবে। তখন প্লেস্টোর থেকেই ফাইনাল ভার্ষন
ইউজ করবেন। আপাতত বেটা ভার্ষন দিয়েন আইফোন
ইউজারদের দেখিয়ে দেওয়া যাক আমরা এন্ড্রয়েড
ইউজাররাও কম নাহ।
আজ এই পর্যন্তই ! আপনার প্রিয় পিকে প্রিজমা ইফেক্ট
দিয়ে টিউমেন্ট করুন এবং জানান আপনার কাছে কেমন
লাগলো ধন্যবাদ
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটারে ইউজ করা যাবে না???