অ্যানড্রয়েড ব্যবহার কারীদের জন্য সু-খবর।অ্যান্ড্রয়েড 7.0 Nougat আগস্টে আসছে।
অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট Android 7.0 Nougat সম্পর্কে ডেভেলপার প্রিভিউ ব্যবহারকারীরা এরই মধ্যে অনেক কিছু প্রকাশ করেছে। কিন্তু এখন পর্যন্ত কবে সেটি সবার হাতে পৌঁছানো শুরু করবে, সে ব্যাপারে কিছুই ধারণা করা যাচ্ছে না।
এসব খবর জানিয়েছে টুইটার তারকা Evan Blass, যিনি মোবাইল হ্যান্ডসেট এবং অপারেটিং সিস্টেমের বিভিন্ন তথ্য ফাঁস করে দিয়ে এরই মধ্যে বেশ ‘সুখ্যাতি’ লাভ করেছেন। নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে ইভান ব্লাস জানিয়েছেন, এই আগস্ট মাসেই গুগল উন্মুক্ত করতে যাচ্ছে তাদের বহু আকাঙ্ক্ষিত Android 7.0 Nougat সংস্করণটি।
সময়ের ব্যাপারে যেখানে গুগল শুধুমাত্র ‘গ্রীষ্মকাল’ বলে রেখেছিল, সেখানে ইভান ব্লাস একটু হলেও সুস্পষ্ট ধারণা নিয়ে এসেছেন সবার জন্য। তবে প্রথমে কারা কারা এই নতুন আপডেট উপভোগ করতে পারবেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এটি মোটামুটি নিশ্চিত যে, বর্তমান প্রায় সব নেক্সাস ফোন ব্যবহারকারী প্রথম থেকে Android 7.0 Nougat আপডেটটি পাবেন। তবে Evan Blass জানাচ্ছেন, 2013 সালের নেক্সাস 5 ব্যবহারকারীরা বঞ্চিত হতে পারেন এই সুবিধা থেকে। তবে নেক্সাসের বাইরে যাঁরা স্যামসাং, এলজি, এইচটিসি, সনি, শাওমি কিংবা অন্যান্য ব্র্যান্ডের হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন, তাঁদের জন্য আগস্ট মাসে খুশি হওয়ার কিছু নেই। কারণ নুগাটের আপডেটের জন্য অন্য অ্যানড্রয়েড ফোন গুলোতে পৌঁছাতে সময় লাগবে আরো কয়েক মাস।
সব অ্যানড্রয়েড ফোন এই আপডেটটি কবে পাবে, তা এখনো বলা যাচ্ছে না। এমনকি এর আগের Android 6.0 Marshmallow মাত্র 13.3 শতাংশ ফোনে পৌঁছাতে পেরেছে এখন পর্যন্ত। সর্বোচ্চ 35.1 শতাংশ অ্যানড্রয়েড ব্যবহারকারী এখনো ব্যবহার করছে দুই বছর আগে বের হওয়া ললিপপ 5.0 এবং 5.1। অর্থাৎ গুগল নতুন নতুন আপডেট নিয়ে এলেও সেটি সর্বস্তরের ব্যবহারকারীদের কাছে এখনো ঠিকভাবে পৌঁছাতে পারছে না।
প্রতিবারের মতো আজও বলবো সময় পেলে গুরে আসবেন আমার সাইটে।
আমি আলমগীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।