বাংলাদেশে এই প্রথম একটি নতুন এপস এসেছে যা দ্বারা ফ্রি কল করা যায় বাংলাদেশ সহ বিশ্বের যেকোন জায়গায়। এটি এমন একটি এপস যা আপনার মোবাইলের মাধ্যমে বিশ্বের যেকোন প্রান্তে আপনাকে ফ্রি কল করার সুবিধা দেবে। এছাড়াও ফ্রি কলের কন্ট্রাক্ট স্টোর করার সুবিধাও আছে এতে। তাই আপনি শুধু কল করা ছাড়াও আরো বেশি কিছু সুবিধা পাবেন এর মাধ্যমে। কি, বিশ্বাস হচ্ছে না? আমারও হয়নি। কিন্তু যখন থেকে আমি এটি ইন্সটল দিয়েছি তখন থেকেই বুঝতে পারছি এটি কতোটা কাজের। মাত্র ২ মেগাবাইটের এপসটি কি দারুন কাজ করে। এটা দ্বারা শুধু ফোন থেকেই যে কিভাবে কল করা যায় তাই নয়, এমন কি আপনার জিমেইল, ইয়াহু, বিং অথবা স্কাইপ থেকেও এক ক্লিকে কল করার সুবিধা যুক্ত করা আছে। আমরা সাধারণত যে মাধ্যমেই কল করি না কেন এই এপস টি সেই সব গুলো মাধ্যমকেই কাজে লাগিয়েছে সুন্দরভাবে। তাই কল করার জন্য কোন আলাদা এপসের দরকার নাই। এটি হলেই যথেষ্ট। এপস টির প্লে স্টোরে মুল্য ১৫ ডলার কিন্তু আমি আপনাদের কে ফ্রি দিচ্ছি বন্ধুত্বের খাতিরে। আমি জানি এটি ব্যবহার করে আমি যেমন উপকৃত হয়েছি আমার প্রিয় বন্ধুরাও সেই রকম উপকৃত হবে। এই এপস টি তে এই সুবিধাগুলো ছাড়াও কেন, কিভাবে ফ্রি কল করা যায় সে সম্পর্কে সব তথ্য দেয়া আছে। যাতে ইউজাররা বুঝতে পারে যে কিভাবে এটি কাজ করে। আমাদের দেশে এরকম এপস নেই বললেই চলে। আর যেগুলো আছে সেগুলোর দিনগুলোই প্রায় ভুয়া। তাই আপনারা নির্দ্বিধায় এটি আপনাদের ফোনে ইউজ করতে পারেন। এটি খুব ছোট একটি এপস, তাই ফোনের জায়গাও কম নেয়। আর এটি ব্যবহারের ফলে আপনার ফোন স্লো হয়ে যাবেনা। তাই এটি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সবাই পছন্দ করেছে এই এপস টি। এর প্লে স্টোর রেটিং ও ভালো। প্লে স্টোরে এই এপস টির খুব ভালো টিউমেন্ট আছে। যারা ইউজ করেছেন তারা জানেন এটি কি জিনিষ। তাই আমি আমার বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি অন্তঃত একবার হলেও এটি ডাউনলোড করে দেখুন।
আমি ঝুমুর হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।