আসসালা মুআলাইকুম
আমি তারিফ অনেকদিন পর আপনাদের জন্য একটি মজার টিউন নিয়ে আসলাম অাশাকরি ভালো লাগবে।
অামি আজ যে এপস নিয়ে কথা বলব তার নাম whatscall .. এর আগেও আমি ফ্রি কল করা নিয়ে টিউন করেছি যা বহুদিন টপ এ ছিলো।
অনেকেই এটি নিয়ে লিখা লিখি করেছেন তবে ক্রেডিট আয় করার কৌশল নিয়ে আলোকপাত হয় নাই।
প্রথমে আপনি এখান থেকে ডাউনলোড (মোবাইল দিয়ে ডাউনলোড করতে হবে) করে নিবেন।
আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইনআপ করবেন। সাইন আপ করার সাথে সাথে 1000 ক্রেডিট যোগ হবে।
বাংলাদেশে প্রতি মিনিট ২৬০ ক্রেডিট করে কাটবে।
১. এর পর ডেইলি চেক ইন এ ক্লিক করে ১০০ ক্রেডিট পাবেন প্রতি দিন। ৭ দিন পর পাবেন ১০০০ ক্রেডিট।
2. Tap To অপশন এ প্রতি দিন দিবে ২১০০ ক্রেডিট প্রতি ২ মিনিট অন্তর অন্তর।
৩. COMPLETE task থেকে এপ ও গেম্স ডাউনলোড করে পাবেন ৪০০০ ক্রেডিটের মত।
৪. এবার আসেন রেফার এ পাবেন ১০০০ করে ক্রেডিট।
এবার মোট ক্রেডিট কে ২৬০ দিয়ে ভাগ দিয়ে দেখেন প্রতিদিন ১৫-২০ মিনিট ফ্রি কথা বলতে পারবেন।
আমি নিজে এই এপস টি ব্যবহার করে প্রতিদিন ২০-২৫ মিনিট ফ্রি কথা বলি।
এর ভয়েস কোয়ালিটি ও অনেক ক্লিয়ার তাই দেরি না করে সকল এন্ড্রয়েড ব্যবহার কারিরা ডাউনলোড করে নিন। আর অবশ্যই মোবাইল দিয়ে লিংক এ ক্লিক করে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন।
আমি Tariful। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজ করলে জানাবেন