অবশেষে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের আক্ষেপ সেষ হলো। ফটো ফিল্টার অ্যাপ ''Prisma" এবার পাওয়া যাচ্ছে Google PlayStore। এর আগে শুধু অ্যাপলের আইওএস অপারেটিংয়ে পাওয়া যেত Prisma অ্যাপটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে Prisma ব্যাপক জনপ্রিয়তা অ্যানড্রয়েড ব্যবহারকারীদের আগ্রহ বাড়িয়ে তুলেছিল। তাই গত সপ্তাহে অ্যানড্রয়েডের জন্য প্রিজমার বেটা সংস্করণ ছাড়া হয়েছিল। এখন থেকে অ্যানড্রয়েডের সব ব্যবহারকারী Prisma অ্যাপটি ব্যবহার করতে পারবেন। বিশ্বের বেশির ভাগ স্মার্টফোনই চলে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে।
Google PlayStore থেকে Prisma অ্যাপ নামানো যাবে এই লিংক থেকে।
এখন পর্যন্ত অ্যাপল স্টোর থেকে 10.69 মিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে Prismaঅ্যাপটি। বিশ্বজুড়ে প্রতিদিন 1.55 জন ব্যবহারকারী অ্যাপটি ব্যবহার করেন। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব।
স্মার্টফোনে তোলা ছবিকে রীতিমতো শিল্পীর আঁকা ছবিতে পরিণত করে ফেলে Prisma অ্যাপটি। জুন মাসে মুক্তির পর এখন পর্যন্ত ৭৫ লাখবার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। ছবিতে নানা রকমের ফিল্টার যোগ করা নতুন কিছু নয়। বিভিন্ন অ্যাপ এ কাজ করে যাচ্ছে অনেকদিন ধরেই। তবে Prisma অ্যাপটি অন্যসব অ্যাপ থেকে একদিক থেকে বেশ ভিন্ন। প্রতিদিন 10 লাখ ব্যবহারকারীর এই অ্যাপটি ফিল্টারিংয়ের কাজটি সারছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে। আইওএস প্লাটফর্মের জন্য নির্মিত এই অ্যাপটি কাজ করে নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে।
মোট চারজন নির্মাতার কারিগরি বিদ্যায় জন্ম নিয়েছে Prisma। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে Prisma ফিল্টারযুক্ত ছবির রীতিমতো বন্যা বয়ে গেছে। অন্যান্য ফিল্টারিং অ্যাপ যেমন ইনস্টাগ্রামের মতো Prisma কোনো ছবির ওপর একটি ফিল্টার লেয়ার মূল ছবির ওপর যুক্ত করে না। বরং Prisma তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বিভিন্ন লেয়ার ব্যবহার করে নতুন করে ছবিটি আঁকে। রাশিয়া ভিত্তিক প্রিজমার নির্মাতা প্রতিষ্ঠান থেকে এমনটি জানানো হয়েছে।
প্রিজমার সহ-প্রতিষ্ঠাতা Alexey Moiseenkov জানিয়েছেন, ‘আমরা একদম নতুন করে ছবিটি তৈরি করি। এটি ইনস্টাগ্রামের ফিল্টারের মতো নয়, যেখানে আপনি শুধু ছবির ওপর ফিল্টার যোগ করবেন। আমরা এ কাজটি সেভাবেই করি যেভাবে একজন সত্যিকারে শিল্পী করবে।’ ছবির পাশাপাশি ভিডিও মাধ্যমেও Prisma নিয়ে কাজ করছেন নির্মাতারা। ছবি নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চললেও ভিডিওর ক্ষেত্রে এমন অ্যাপের দেখা খুব একটা মেলে না। তাই নির্মাতারা ছবির পাশাপাশি ভিডিও মাধ্যমেও জনপ্রিয় করতে চান তাঁদের সৃষ্টিকে।
Google PlayStore থেকে Prisma অ্যাপ নামানো যাবে এই লিংক থেকে।
প্রতিদিনের মতো আজ ও বলবো সময় পেলে গুরে আসবেন আমার সাইটে।
আমি আলমগীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।