অ্যান্ড্রয়েড এর জন্য এলো ফটো এডিটিং অ্যাপ “প্রিসমার” বেটা ভার্সন

আপনি কী কখনো লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং মোনালিসার স্থানে নিজেকে চিন্তা করেছেন? কিংবা পাবলো পিকাসোর আঁকা ছবিতে? লিওনার্দো দ্য ভিঞ্চি কিংবা পাবলো পিকাসো এখন জীবিত নেই, কিন্তু আপনার তোলা ছবিকে তাদের মতো আঁকায় রূপ দেবে ফটো এডিটিংয়ের দারুন অ্যাপ ‘প্রিসমা’। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ফটো এডিটিং অ্যাপ হচ্ছে, প্রিসমা। বিশ্বে বর্তমানে ৪০ টিরও বেশি দেশে ব্যবহুত হচ্ছে এই অ্যাপটি। গত ৫ সপ্তাহে যা প্রায় ৭.৫ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে। প্রতিদিনই প্রায় ১.৫ মিলিয়ন মানুষ এই অ্যাপটি ব্যবহার করছেন। কিন্তু সমস্যা হল বর্তমানে শুধু আইফোন ব্যবহার করা মানুষজন এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন যেখানে বিশ্বের অধিকাংশ দেশেই জনপ্রিয় হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।

সম্প্রতি অ্যাপটির একজন কো-ফাউন্ডার বলেন তাঁরা অতি শিঘ্রই অ্যাপটিতে আরো নানা রকম সুবধিা ভিডিও, ৩৬০ ডিগ্রি ছবি সহ নানা রকম স্টাইল যোগ করবেন। কিন্তু তাহলে কি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সব সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। না তাঁদের অপেক্ষার পালা শেষ। অ্যাপটির কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তাঁরা অ্যাপটির এন্ড্রয়েড ভার্সন বের করবেন অল্প কিছুদিনের মাঝেই। বর্তমানে বের হয়েছে অ্যাপটির এন্ড্রুয়েড বেটা ভার্সন।

ত কিভাবে পাবেন এই বেটা ভার্সন। এর জন্য প্রথমে আপনাকে প্রিসমার অফিশিয়াল ওয়েব সাইটে যেতে হবে। ওয়েব সাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সাইটে যাওয়ার পর একদম নিচের দিকে Coming soon on Android Sign up for news লেখা দেখতে পাবেন। এর উপর ক্লিক করলেই একটি ফর্ম আসবে। সেখানে আপনার নাম এবং ই-মেইল আইডি ব্যবহার করে সাইন আপ করুন। প্রিসমা কর্তৃপক্ষ আপনাকে মেইলে পরবর্তী করণীয় বলে দিবে এবং ডাইনলোড লিংক পাঠাবে।

বিঃদ্রঃ প্রিসমা এরপক্ষ থেকে Aram Hardy  নামে একজন বলেন যে আজ রাত(১৯ জুলাই ২০১৬) থেকেই  তাঁরা মেইল পাঠানোর কাজটি শুরু করবে। ত ব্যবহার করতে থাকুক প্রিসমা আপনার অ্যান্ড্রয়েড ফোনে। আর উপভোগ করুন দারুণ সব স্টাইল আর ইফেক্ট। নিচে অ্যান্ড্রয়েড বেটা অ্যাপ এর একটি স্ক্রিনশর্ট দিলাম।

 

তথ্যসূত্র।

আমার আরো লেখা পড়ুনঃ এখানে।

ফেসবুকে আমি।

 

Level 0

আমি মোঃ ফয়সাল আলম রিয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস