আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন? আমিও ভালো আছি। টেকটিউস্ এ আজকে আমার প্রথম টিউন। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা বেশির ভাগই ইন্টারনেট এবং ভালোমানের HD Video গান দেখতে পছন্দ করেন। আমি আপনাদের সাথে শেয়ার করব HD Video গান দেখার জন্য জনপ্রিয় ম্যাক্স প্লেয়ার।
আপনারা যারাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাদের প্রত্যেকের এই ম্যাক্সপ্লেয়ারটি ইনষ্টল করা আছে কিন্ত যাদের লেটেষ্ট ভার্ষণটি নেই তাদের জন্য আমি হাজির হয়েছি সবচাইতে লেটেষ্ট ভার্ষণ নিয়ে। এই Max Video Player Pro ভার্ষণটি ছিল পেইড ভার্ষণ কিন্তু এখন তা ফ্রি করে দেওয়া হয়েছে।
এই প্লেয়ারটি দিয়ে আমি বিভিন্ন রকম ইফেক্ট ব্যবহার করে ভিডিও গান প্লে করতে পারবেন। বন্ধুগণ আপনি এই ভার্ষণটি ব্যবহার না করে কিছুই টিউমেন্ট করতে পারবেন না। এই প্লেয়ারটি আমার কাছে এত ভালো লেগেছে যে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আগের ভার্ষণটি জুম করলে ভিডিও গানের মান ভালো থাকতো না কিন্তু এই লেটেষ্ট ভার্ষণটি কিন্তু তা নয়, আপনি যতই জুম করুন না কেন কোন মতেই কিন্তু ভিডিও এর মান নষ্ট হবে না।
আরও একটি মজার ব্যপার রয়েছে সেটি হল যতই ভিডিও গান বা মুভি রেজুলেশন থাকুক না কেন একদম পরিষ্কার ভাবে ভিডিও দেখা যাবে। আর মুভি বা গান দেখার সময় বেজে বেজে যাবে না। তাই আমি একটি কথাই বলব আপনার আগের পুরানো ভার্ষণটি রিমুভ করে এই ভার্ষণটি ব্যবহার করুন মজার পাবেন।
তো যাইহোক এতক্ষন অনেক কথা হল এবার আমি আপনাদের একটি স্কিণশর্ট দিয়ে দিচ্ছি আর সাথে ডাউনলোড লিংক তো আছেই।
ভালো থাকবেন সবাই। আর সময় পেলে ঘুরে আসতে পারেন টেকস্পট সাইট থেকে - http://www.techspot.com.bd
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।