আপনার জেলিবিন (Jelly bean) বা কিটক্যাট (KitKat) ফোনকে করে নিন ললিপপ (Lollipop) ১ম পর্ব।

দ্বিতীয় পর্ব টিউন হয়ে গেছে। এখানথেকে দ্বিতীয় পর্বে যান।

আসা করছি সবাই ভালো আছেন। আজ আমি যেই প্রক্রিয়াটি আপনাদের দেখাব তার মাধ্যমে আপনারা আপনাদের জেলিবিন কিংবা কিটক্যাট আন্ড্রয়েড কে নতুন আন্ড্রয়েড ভার্সন ৫ বা ললিপপে পরিনত করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।

প্রথমেই যা লাগবে তা হল আপনার  ফোন Rooted থাকতে হবে। না থাকলে Root করে নেওয়ার প্রক্রিয়া যেনে নিনএখান থেকে।

এবার এই ফাইল তিনটি ডাউনলোড করে নিন

Lollipop Theme, Lollipop Launcher, Xposed Installer: ডাউনলোড করুন এখান থেকে।

Xtheme Engine: Download

লিস্ট এর ফাইলগুলো ডাউনলোড করে ইন্সটল করুন। লঞ্চারটি ডিফল্ট করে নিন।

বি:দ্র:  আমি ডাউনলোড লিংকগুলো একটি টেক্সট ফাইলে লিখে আপলোড করেছি। টেক্সট ফাইলটি ডাউনলোড করে লিংকগুলো ব্রাউজারে পেস্ট করলেই কাজ হবে।  😆 

চলুন শুরু করা যাক। প্রথমে Xposed Installer ইন্সটল করে ওপেন করুন।

Framework সিলেক্ট করুন।

https://techandteckii.files.wordpress.com/2015/05/screenshot_2013-01-01-06-36-11.png?w=507&h=900

OK সিলেক্ট করুন।

Install/Update সিলেক্ট করুন।

OK সিলেক্ট করুন, আপনার সেট রিবুট হবে।

উপরের কাজ শেষে আবার Xposed Installer আবার ওপেন করুন।

Modules এ টাচ করুন।

এবার Xtheme Engine এ টিক মেরে আপনার সেট রিবুট বা রিস্টার্ট করুন।

সেট অন হলে Xtheme Engine অন করুন। একটা পপ আপ আসবে।

ভয় নাই। সেটের ব্যাক বাটন প্রেস করলেই চলে যাবে।

Choose Theme এর ডান পাশে ছোট তিনকোনা আইকনে চাপ মারুন।

Android Theme by Paras সিলেক্ট করে Apply Theme সিলেক্ট করুন। Theme টি Apply হবে। কাজ শেষ হলে Soft Reboot এ চাপ মারুন।

সেট অন হওয়ার পর আপনার কাজ শেষ। আপনার স্ট্যাটাস বার, সেটিংস ও সিস্টেম ইউয়াই ললিপপ এর মত হয়ে গেছে।

স্ক্রিনশটঃ

 

আপনার সেট আগের মত করতে লিস্টের অ্যাপগুলো আন্সটল করতে হবে। কাজ শেস।

আগামি পর্বে আসছে আরো অনেক ললিপপের কাস্টমসাইজেসন

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ

খুব দ্রুতই আসছে দ্বিতীয় পর্ব

যেকোনো সমস্যায় টিউমেন্ট করুন

:-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-):-) :-)

Level New

আমি আমি যোনিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

walton H3. i tried a lot for this. but fail as before

আমার ফোনে Xposed framework ইন্সটল হচ্ছে না। কী করা যেতে পারে?..