টিউনটি শুরু করার আগে একটি বিষয় নিয়ে কথা বলি, আমি লক্ষ করলাম আমার লেখা টিউন অনেক সাইটে সরাসরি কপি করে কিন্তু কোন সূত্র দেয়না। এটি সম্পূর্ণ আইনগত অপরাধ। তবে যদি কপি করেন তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে এ ভাবে, পূর্বে প্রকাশিত হয়েছিল টেকটিউনস অথবা টেকস্পট সাইটে। আর যদি এ ভাবে না দিয়ে থাকবেন তাহলে এটি হবে দন্ডনিয় অপরাধ। তাই সরাসরি কপি থেকে বিরত থাকুন।
ঈদ মোবারক! কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথ শেয়ার করব দারুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস্। এই এই অ্যাপসটি দিয়ে আপনি খুব সহজেই টিপস্ পেতে পাড়েন যা আপনার কাজে আসবে। অনেক সময় আমাদের মোবাইলে ছোট খাটো সমস্যা হয়ে থাকে যার জন্য মেকারের কাছে বা ভালো মোবাইল বোঝে তার কাছে নিয়ে যেতে হয়। কিন্তু আপনি যদি টিপস্ গুলো জেনে থাকেন তাহলে নিজেই নিজেরটা এবং অন্য কারও ঠিক করে দিতে পারবেন।প্রায় দুই মাস আগে আমার এমন একটি সমস্যা হয়ে ছিল নিজে তেমন কিছু বুঝতাম না এর জন্য আমার বন্ধুর কাছে গিয়েছিলাম কিন্তু আমাকে দুই ঘুড়িয়ে তারপর কাজটা করে দিয়ে ছিল। পরে আমি মোবাইল শেয়ার জন্য প্লে-ষ্টোরে গিয়ে সার্চ দেই এবং অনেক অ্যাপস্ এর মধ্যে আমার এই অ্যাপসটি আমার ভালো লেগেছে এখন আমি নিজেরটা নিজেই ঠিক করতে পারি।
মোবাইল ফোন - গুরুত্বপূর্ণ টিপস অ্যাপটিতে এমন সব পরামর্শ এবং ট্রিক্স দেয়া হয়েছে যা একজন মোবাইল ব্যবহারকারী হিসেবে প্রত্যেককে জানতেই হবে। যেমন,
- অনেকদিন ব্যবহৃত ইনএকটিভ সিম কার্ডের নাম্বার বের করার উপায়।
- ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়।
- এন্ড্রয়েড ফোনকে ভাইরাস থেকে বাঁচানোর উপায়।
- রিচার্জ অথবা কাস্টমার কেয়ারের নাম্বার জানুন।
- মোবাইলে চার্জ না থাকার পরেও কিভাবে কথা বলবেন।
- আপনার বন্ধুর মোবাইলে রিচার্জ করার উপায়।
- বিরক্তিকর কলারকে কিভাবে কোন টাকা খরচ করা ছাড়াই ব্লক করে দিবেন।
- সিম ক্লোন কি এবং এ থেকে বাঁচার উপায় কি?
- পানিতে মোবাইল ভিজে গেলে ঠিক করা যায় কিভাবে?
- এন্ড্রয়েড নিয়ে বিভিন্ন খুঁটিনাটি ব্যাপার।
- ফোন চুরি হয়ে গেলে কি করবেন।
- নতুন ফোন কেনার সময় কি কি দেখবেন?
- অথবা মোবাইল দিয়েই গাড়ির দরজা আনলক/লক করতে চান?
ভালো লাগলে ঘুরে আসতে পারেন আমার টেকস্পট সাইটে - http://www.techspot.com.bd
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।