এন্ড্রয়েডে আর ইন্টারনেট থেমে থেমে চলবেনা। খুব খুব ভাল স্পীড দেবে HSPA+ Tweaker.

কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। অ্যান্ড্রয়েড ফোনে বড় সমস্যা হচ্ছে নেট থেমে থেমে চলে। হাই স্পিড থেকে লো তে নেমে আসে। আর এই সমস্যার সমাধান দিবে একটি অ্যাপস্। HSPA+ Tweaker চলা অবস্থায় সার্ভার থেকে প্রতি সেকেন্ড/মিলিসেকেন্ড পরপর সার্ভার থেকে ১/১০ বাইট করে ডাটা ট্রান্সফার করতে থাকে। যার ফলে স্পীড 0 তে আসবে না। আপনার বিশ্বাস না হলে আপনি স্পীড মিটার চালু রেখে দেখতে পারেন। প্রতি মিলিসেকেন্ডে ১ বাইট করে ডাটা ট্রান্সফার চলতেই থাকবে সার্ভারে। ফলে ৩জির প্রকৃত ব্রাউজিং স্পীড পাবেন। ব্রাউজার করার সময় কখনই স্প্রীড থেমে যায় না। অনেক অারাম করে ব্রাউজিং করা যায়। এটি ‍চালানোর জন্য প্রথমে অ্যাপসটিকে ওপেন করে মাঝে H+ এর উপর ক্লিক করলে এটা ফুল স্ক্রিনে H+ কমলা রঙ দেখাবে। এবার হোম বাটনে ক্লিক করে এটাকে চালু অবস্থায় ব্যাকগ্রাউন্ডে রেখে দিন। ব্যাস।এবার নেট চালাতে থাকুন। উপরে নোটিফিকেশনেও H+ এর আইকন দেখতে পাবেন কমলা রঙের। এটা প্রতি সেকেন্ড না মিলিসেকেন্ডে ১ বাইট না ১০ বাইট ডাটা ট্রান্সফার করবে এটা এর সেটিংস থেকে কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে সার্ভারও চেঞ্জ করে নিতে পারবেন। শুধু H+ এর কাজ করবে তা না। এটা EDGE ইউজারও ব্যবহার করতে পারবেন।

বন্ধুগন আসলে আমাদের দেশে ইন্টারট সঠিক ভাবে নেট স্পিড দিতে পারেনা আবার মোবাইলের জন্যও স্পিড ওঠা নাম করে।

আসুন আর বেশি কথা না বাড়িয়ে নিচের লিংক থেকে ডাউনলোড করে নেই।

Download Here For Playstore

ভালো লাগলে ঘুরে আসতে পারেন--- টেকস্পট সাইট থেকে

Level 2

আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Copy my post from trickbd.com
http://trickbd.com/android-tips/182331

অনেক ধন্যবাদ, এটা কাজ করে