আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চরম একখান জিনিষ নিয়ে হাজির হলাম। আশা করি ভালো না থাকলেও এখন ভালো হয়ে যাবেন। 😛
আমরা সবাই জানি আইফোন এর কথা। আইফোন একটু ব্যয়বহুল হওয়ায় আমাদের মত সাধারনের আর ব্যবহার করা হয় না। পড়ে থাকি গরিবের বন্ধু এন্ড্রয়েড ফোনে। হে, এন্ড্রয়েড গরিবের বন্ধু। এন্ড্রয়েড দিয়েছে সাধ্যের মধ্যে অনেক কিছু। কমবেশী সবাই আমরা এন্ড্রয়েড ফোন ব্যবহার করি। তাই আজকে দেখাবো এই এন্ড্রয়েড ফোনকে কিভাবে আইফোন বানাবেন। এক্ষেত্রে আপনাকে দুইটি এপ্স ব্যবহার করতে হবে। এনিয়ে আগে আরও অনেক টিউন হয়েছে, সেগুলো কতটা কার্যকারী অথবা কতটা হুবহুব আইফোনের মত সেটা জানি না। কিন্তু আজকে আমি যেগুলো শেয়ার করছি সেগুলো লেটেষ্ট এবং হুবহুব আইফোনের মত দেখা যাবে।
OS 9 launcher এবং iNoty এই দুইটি এপ্স ব্যবহার করে আপনি যেকোন এন্ড্রয়েড ফোনকে হুবহুব আইফোনের মত বানিয়ে নিতে পারবেন আর উপভোগ করতে পারবেন iOS7 এর আসল স্বাদ। এপ্স গুলো খুব বেশী বড় না। ১.৩ মেগাবাইট এবং ১.৪ মেগাবাইট। তাহলে চলুন কাজ শুরু করা যাক।
iOS Launcher এর মধ্যে এই লাঞ্চারটি সবচেয়ে দামী এবং আকর্ষনীয়। গুগল প্লে মার্কেটে এই এপ্সটির মূল্য $7.98 ডলার। সমস্যা নেই। আপনাদের সামনে আমি এই এপ্সটি ফ্রী শেয়ার করছি। এই এপ্সটির সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন এখান থেকে।
নামঃ OS 9 Launcher
ভার্সনঃ 35
সর্বশেষ আপডেটঃ February 25, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 1.3MB
iOS launcher হিসেবে বিকল্প আরেকটি এপ্স ব্যবহার করতে পারেন, সেটি হল iLauncher। এটি ব্যবহার করেও আপনি iOS এর স্বাদ নিতে পারবেন। গুগল প্লেতে এই এপ্সটির বর্তমান মার্কেট মূল্য $2.58 ডলার। এই এপ্স সম্পর্কে আরও বিস্তারিত জানুন এখান থেকে।
নামঃ iLauncher
ভার্সনঃ 3.4
সর্বশেষ আপডেটঃ February 1, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 2.6MB
এই এপ্সটি মূলত নটিফিক্যাশন বারের জন্য। এই এপ্সটি iOS এর মত Notification bar অথবা iOS এর মত Status bar দেখাবে। আর এই এপ্সটি চলবে মূলত উপরের iLauncher এর সাথে। iNoty এপ্সটির গুগল প্লে এর মার্কেট মূল্য $1.43 ডলার। আরও বিস্তারিত দেখুন এখানে।
নামঃ iNoty
ভার্সনঃ 1.23
সর্বশেষ আপডেটঃ February 24, 2015
ফাইল টাইপঃ APK
ফাইল সাইজঃ 1.4MB
সৌজন্যেঃ bbm mod
আমি জিরো ডিগ্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।