এন্ড্রয়েড ডিভাইস মানেই কাস্টমাইজেশন আর কাস্টমাইজেশন এর কথা আসলেই রুট কথাটি এসে যায়! তবে কিছু কিছু ডিভাইস আছে যেগুলো কিনা রুট করতে একটু বিপাকে পরতে হয় কারন রুট মেথড এবং রুট করার টুলস পাওয়া যায় না। আর অনেক সময় এদের মধ্য যে উপায়গুলা পাওা যায় তার অনেকগুলাই ফেক। কিন্তু আজ আমি আপনাদের যে পদ্ধতি দেবো সেটা দিয়ে যে কোন এন্ড্রয়েড মোবাইল রূট করতে পারবেন। তবে এর জন্য পদ্ধতি হবে দুটি, ১। মোবাইল এ অ্যাপ ইনস্টল করে,২। পিসি তে কানেক্ট করে।
তবে এর আগে আপনার ফোনে কিছু কাজ করে নেয়া লাগবে
এই সফটওয়্যার এর নাম iroot, এটা দিয়ে যে কোন চাইনিজ মোবাইল ও HTC, Samsung, Sony, Motorola, Lenovo, LG, Ace ইত্যাদি রূট করতে পারবেন (পরিক্ষীত) । সাথে আরও অনেক ব্রান্ডেড মোবাইলও হবে।
এবারে নিচের পদ্ধতি অনুসর করুন
১। পিসি এর জন্য সফটওয়্যার টী ডাউনলোড করে নিন
২। সফটওয়্যার টী পিসি তে সফটওয়্যার ইনস্টল করে ইউ এস বি দিয়ে কানেক্ট করুন।
৩। কানেক্ট হবার পর রুট এ ক্লিক করে অপেক্ষা করুন।
আপনার ফোন রূট হয়ে গেছে
Warning:
রুট করার সময় USB cable নারানারি করবেন না। নিজে নিজে কাজ হতে দিন।
এটাও অনেক সহজ। শুধু ইন্সটল করুন। তারপর রুট এক্সেস অপ্সহনে ক্লিক করে অপেক্ষা করুন। কিছুক্ষন পর ফোন রিস্টার্ট হলে দেখবেন ফোন রুট এক্সেস পেয়ে গেছে।
তবে যদি একবারে কাজ না হয় কয়েকবারে চেস্টা করুন। এই পদ্ধতি কাজ করবেই।
আশা করি উপক্রিত হবেন।আর যাদের মোবাইল দিয়ে হবে না তাদের অবশ্যই পিসি দিয়ে হবে। আল্লাহ হাফেজ। ভাল থাকবেন সবাই।
আমি টিউনার মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.fiverr.com/nahidas