ফোনে ব্যালেন্স থাকার কি দরকার যদি Android App দিয়েই ফ্রিতে কথা বলা যায়

আসসালামু আলাইকুম বন্ধু গণ আশা করি আপনারা আল্লাহ্‌র রহমতে ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে।

প্রযুক্তির এই যুগে আমরা সবকিছুই অনেক সহজে ও সাশ্রয়ে পেতে চাই।কিন্তু বাংলাদেশে সিম কোম্পানি গুলো কেন যেন রেট কমাচ্ছেই না।তাই আমাদের নির্ভরশীল হতে হচ্ছে ইন্টারনেটনির্ভর অ্যাপ গুলোর দিকে।কিন্তু সব সময়েই যে দুই প্রান্তের মানুষ একই সাথে ইন্টারনেট এ কানেকটেড থাকবে সেটা নাও হতে পারে।এরকম সিচুয়েসন এর জন্য রয়েছে ১ টি চমৎকার অ্যাপ।যা দিয়ে আপনি খুব কম স্পিড এর নেটে কানেক্টেড থেকেও অনায়াসে কথা বলতে পারবেন সাথে এস এম এস তো আছেই।মজার ব্যাপার হচ্ছে এজন্য আপনার ওপর প্রান্তের মানুষকে নেট এ  কানেক্টেড থাকার কোন প্রয়োজন নেই।তার মানে দাঁড়াচ্ছে শুধু কলারের নেট প্রয়োজন,রিসিভারের নেট প্রয়োজন নেই।তাই আপনার মোবাইলে  ব্যালেন্স  না থাকলেও চিন্তার কোন কারণ নেই। 2G স্পিড এর নেট কিংবা ওয়াইফাই কানেকশন থাকলেও আপনি আরামে ফোনে কথা বলা চালিয়ে যেতে পারবেন।

Exclusive Features

1. enjoy clear and crisp calls even on 2G and congested networks
2. free app to non-app calls with daily call credit allocation*
3. unlimited free app to app calls and messaging
4. consumes 80% less data than other VoIP apps so you can maximise your data plan

DOWNLOAD LINK

Note- ডাউনলোড করার সময় DOWNLOAD লেখার নিচে থাকা  টিক চিহ্ন তুলে দিন

 

 

 

 

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস