আসসালামু আলাইকুম।আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আজকে টিউন করছি ১ টি android app নিয়ে।অ্যাপটি খুবই কাজের।আমি বেশ অনেক দিন থেকেই ব্যবহার করে আসছি।
আমাদের প্রায়সই Gallery,Contact list বা অনেক অ্যাপস প্রাইভেসির স্বার্থে lock করে রাখার প্রয়োজন পড়ে। এসব কাজের জন্য এই অ্যাপটি খুবই ভালো।এধরনের অনেক অ্যাপই আপনি প্লেস্টোরে পাবেন।কিন্তু বেশির ভাগ অ্যাপ এ যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে অন্য যে কেউ চাইলেই অ্যাপটি uninstall করে আপনার Lock করে রাখা Folder এ ঢুকতে পারবে।কিন্তু এই অ্যাপটিতে সেটা সম্ভব না। এটাতে প্রথমে এই সমস্যা টা ছিল।কিন্তু আপডেট ভার্সন এ এই ফিচার টা অ্যাড করায় এখন আরও নিরাপদ।
NOTE :Download করার সময় Download লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।
আমাদের প্রায়সই Gallery,Contact list বা অনেক অ্যাপস প্রাইভেসির স্বার্থে lock করে রাখার প্রয়োজন পড়ে। এসব কাজের জন্য এই অ্যাপটি খুবই ভালো।এধরনের অনেক অ্যাপই আপনি প্লেস্টোরে পাবেন।কিন্তু বেশির ভাগ অ্যাপ এ যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে অন্য যে কেউ চাইলেই অ্যাপটি uninstall করে আপনার Lock করে রাখা Folder এ ঢুকতে পারবে।কিন্তু এই অ্যাপটিতে সেটা সম্ভব না। এটাতে প্রথমে এই সমস্যা টা ছিল।কিন্তু আপডেট ভার্সন এ এই ফিচার টা অ্যাড করায় এখন আরও নিরাপদ।
NOTE :Download করার সময় Download লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।
বুঝতে সমস্যা হলে জানান।
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।