সেহরি ইফতারের স্থানীয় সময় জানাবে এন্ড্রয়েড এপ

রমজান মানেই সিয়াম সাধনা। তাইতো রমজান মানেই বাড়তি প্রস্তুতি। আর এবার রমজানে আপনাকে আরেকটু সহজ ভাবে সাজিয়ে তুলতে পারে বিশেষ এন্ড্রয়েড এপ্লিকেশন।
প্রতিটি রোজাদারই পুরো রমজান ব্যাপী আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্যমত ইবাদত করে থাকেন। নামাজ, রোজার মত সেহরি ও ইফতারও ইবাদতের সামিল। রোজাদারের ইবাদতগুলো আরো সহজ করার জন্য রমজানের সেহরি-ইফতারের সময়সূচী ও আরও বিভিন্ন ফিচার নিয়ে প্রকাশিত হয়েছে  "App Of Ramadan মাহে রমজান ২০১৬এপ্লিকেশনটি।
এপ্লিকেশনটির ফিচারঃ

*GPS ও Internet কানেকশনের সাহায্যে জেলা সনাক্ত করবে এই এপটি।  ব্যবহারকারীর অবস্থানরত জেলাটি সনাক্ত করার পর সেই জেলার স্থানীয় সময় অনুযায়ী প্রতি দিনের সেহরি ও ইফতারের সময়সূচী দেখাবে। এপের এই ফিচারটি একে করে তুলেছে অনন্য বৈশিষ্ট্যের অধিকারি। উল্লেখ্য প্রতিদিন খুঁজে খুঁজে তারিখ অনুযায়ী সময় বের করার কোন প্রয়োজন নাই। বরং এপের হোম স্ক্রিনেই প্রতি দিনের সেহরি ও ইফতারের সময় দেখা যাবে। একই সাথে তাদের টাইম ডাউন কাউন্টারও দেখা যাবে।

 

*ইন্টারনেট ছাড়াই প্রতিদিন একটি করে সহীহ হাদীসের নোটিফিকেশন পাওয়া যাবে এপের মাধ্যমে। হাদীসগুলোকে নির্বাচন করা হয়েছে জীবন ঘনিষ্ঠতার বিচারে। অর্থাৎ এমন কিছু হাদীস এখানে যুক্ত করা আছে যেগুলো একজন ব্যবহারকারীর প্রাত্যহিক জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত।

 

*ডিজিটাল তসবিহ এই এপের অন্যতম ইউনিক ফিচার। এর মাধ্যমে আপনি জিকির এর হিসাব রাখতে পারবেন। তসবিহ স্ক্রীনের উপর প্রতিবার ক্লিকের সংখ্যাটা দেখানো হয়। চাইলে এই সংখ্যা রিসেট করে নেবারও অপশন রয়েছে।

 

*রমজানে বিশেষ খাদ্যাভ্যাস জরুরি আমাদের সুস্থ্যতার জন্যই। যদিও আমরা সাধারণত ইফতারে তেলযুক্ত ভাজাপোড়া খাবারই বেশি খেয়ে থাকি। কী ধরণের খাবার একজন রোজাদারকে সুস্থ্য থেকে রোজা-নামাজ পালনে সাহায্য করবে তার একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে এই এপে। বিশেষ করে ডায়বেটিস রুগি, হার্টের রুগি বা উচ্চ রক্তচাপে আক্রান্ত রুগিদের জন্য কেমন খাবার খাওয়া উচিত এ বিষয়ে বেশ তথ্যপূর্ণ কিছু আর্টিকেল রয়েছে এই এপে।

 

*রোজা, নামাজ, যাকাত, ফিতরা ইত্যাদি বিষয়ে কুরআন-হাদীসের আলোকে সমৃদ্ধ আর্টিকেল সেকশন এই এপকে করেছে বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত। বিভিন্ন ইসলামিক স্কলারদের লিখা প্রবন্ধগুলোর এক বিরাট কালেকশন এই এপটি। এছাড়াও রয়েছে অর্থ সহ কুরআনের ছোট ১০টি সূরা, বেশ কিছু হাদীস, মাসআলা-মাসায়েল ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন দোয়া।

বাংলাদেশের এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারীদের জন্য 'App Of Ramadan মাহে রমজান ২০১৬'  নামের এই অসাধারণ সেহরি ইফতারের time schedule App-টি ডেভেলপ করেছে Megaminds Web & IT Solutions. চমৎকার ইউজার ইন্টারফেস ও ভাল কিছু ফিচার থাকায় ইতমধ্যে এপটির ডাউনলোডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার!

ডাউনলোড লিঙ্কঃ
মাত্র ৩ মেগাবাইটের এই এপটি, Google Play Store ও বাংলাদেশীদের জন্য প্রতিষ্ঠিত এপ কেনাবেচার প্ল্যাটফর্ম AppBajar উভয় সাইট থেকেই  এপটি ডাউনলোড করা যাবে।
Google Play Store Download Link: http://linkshrink.net/72IWED
AppBajar Download Link: http://linkshrink.net/7uz69Q

Level 0

আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস