আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালোই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে।প্রথমেই বলে নিচ্ছি টিউনটি একটি Android App নিয়ে।
TV রিমোট যে কতোটা গুরুত্তপূর্ণ সেটা আমরা ছেলেরা হাড়ে হাড়ে টের পাই যখন বাসার মহিলা সদস্যরা ভারতীর সিরিয়াল নামক অখাদ্য নিয়ে ব্যস্ত থাকে।তখন চাইলেও রিমোট টিকে হাতের নাগালে পাওয়া সম্ভব না। আবার যখন রিমোট নষ্ট বা ব্যাটারি শেষ হয়ে যায় তখনও বেশ ভালোই ভোগান্তি হয়।বিশেষ করে বেশির ভাগ TV চাইনিজ হওয়ার জন্য দুই দিন পরপর রিমোট নষ্ট হওয়া খুব ই স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।একটি Android App আছে যেটি দিয়ে আপনি TV রিমোটের কাজ চালিয়ে নিতে পারবেন।আজকে সেই অ্যাপটিই আপনাদের সাথে শেয়ার করছি।এটার মূল ফিচারগুলো দেখে নিন
*Supports hundreds of TV models and phone models
*Easy to use UI
*Many buttons
অনেক গুলো TV মডেল সাপোর্ট করায় এটা বেশ কার্যকরী।ইউজার ইন্টারফেস ও ইউজার ফ্রেন্ডলি।
NOTE : DOWNLOAD করার সময় DOWNLOAD লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।
NOTE : DOWNLOAD করার সময় DOWNLOAD লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।
NOTE : DOWNLOAD করার সময় DOWNLOAD লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।
NOTE : DOWNLOAD করার সময় DOWNLOAD লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।
বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্ট এ জানাতে পারেন।
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai kemne kaj korbe android e ki infrared thake naki? naki shob tv te wifi thake? TV r sathe connect howar maddhom ki? bujhiye bolen.