র‍্যাম কম হলে আপনার মোবাইলের স্পিড বাড়িয়ে নিন

আসসালামু আলাইকুম।আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।আমি বরাবরই Android অ্যাপ নিয়ে টিউন করার চেষ্টা করি।আজকেও হাজির হয়েছি ১ টি Android অ্যাপ নিয়ে।

আমাদের অনেকেরই Android ফোনটির র‍্যাম কম।Brand এর সেটগুলোতে অল্প টাকায় ভালো কনফিগারের মোবাইল না পাওয়ায় অনেক সময় অল্প র‍্যাম নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।আবার এমনও হয় যে ফোনটি আগে কেনা বলে ভালো কনফিগার পাওয়া যায়নি। কিংবা অনেক বেশি অ্যাপ ইউজ করা হয়।বিশেষ করে সোশ্যাল অ্যাপ এর যুগে অনেক গুলো অ্যাপ-ই র‍্যাম এর জায়গা দখল করে রাখে।আর গেম কে না খেলে !অনলাইন কিছু গেম তো মানুষের মাথায় খারাপ করে দিচ্ছে।ভাত না জুটুক কিন্তু গেম খেলতেই হবে।যার ফলে র‍্যাম এর ইউসেজ অনেক বেশিই থাকে।আমাদের যাদের র‍্যাম সংক্রান্ত এধরনের সমস্যা তারা আসলে শান্তিমত ফোন ইউজ-ই করতে পারি না।প্রচুর হ্যাং হয় নয়ত ল্যাগ করে।এজন্য র‍্যাম Booster থাকলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়। যেহেতু আমাদের একি সাথে অনেকগুলো অ্যাপ ইউজ করতে হয় না তাই এই booster ইউজ করে তাৎক্ষনিক ভাবে অন্যান্য অ্যাপগুলোকে স্টপ করে দেয়া যায়। Chache  ক্লিয়ার করে রাখা যায়।এছাড়াও অপ্রয়োজনীয়ভাবে বেদখল হয়ে থাকা জায়গা গুলোকে ফ্রি করে রাখা যায়।যার ফলে সহজেই র‍্যাম এর উপর থেকে লোড কমিয়ে ফেলা যায়।

অ্যাপটির মূল ফিচারসমুহ

Real-time RAM usage
Task Killer
Cache Cleaner
Garbage Collector
Auto Boost
Whitelist/Ignore list

DOWNLOAD LINK

*** Download  এর সময় download লেখার নিচে থাকা টিক চিহ্ন তুলে দিন।

 

কোথাও বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্টে জানান।

Level 0

আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস