ভোট পেলে নাসায় সেরাদের সেরা হবে বাংলাদেশ
‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’-এর পিপলস চয়েজ ক্যাটাগরিতে চূড়ান্ত পর্বের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘মার্শিয়ান ওয়েসিস’ প্রকল্প।
গত কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত এই প্রতিযোগিতা চলছে। এতে অনলাইন ভোটে টপ অব দ্য টপস হিসেবে চূড়ান্ত পাঁচে রয়েছে ‘মার্শিয়ান ওয়েসিস’।
অনলাইনে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে আরও ২ দিন। এরপর ভোট গণনা শেষে টপ অব দ্য টপস হিসেবে ফলাফল ঘোষণা করবে স্পেস অ্যাপস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশের আহ্বায়ক ও বেসিস স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক আরিফুল হাসান অপু জানান, আগামী ২০ মে রাত ১টা পর্যন্ত 'মার্শিয়ান ওয়েসিসকে' ভোট দিতে পারবেন আগ্রহীরা।
ভোট দেয়ার জন্য https://2016.spaceappschallenge.org/ এই ঠিকানায় গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। পরে https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis এই ঠিকানায় গিয়ে মার্শিয়ান ওয়েসিসকে ভোট দিতে হবে। প্রতিদিন একটি অ্যাকাউন্ট থেকে ভোট দেওয়া যাবে একটিই।
ভোট দেয়ার জন্য https://2016.spaceappschallenge.org/ এই ঠিকানায় গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। পরে https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis এই ঠিকানায় গিয়ে মার্শিয়ান ওয়েসিসকে ভোট দিতে হবে। প্রতিদিন একটি অ্যাকাউন্ট থেকে ভোট দেওয়া যাবে একটিই।
ভোট দেয়ার জন্য https://2016.spaceappschallenge.org/ এই ঠিকানায় গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। পরে https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis এই ঠিকানায় গিয়ে মার্শিয়ান ওয়েসিসকে ভোট দিতে হবে। প্রতিদিন একটি অ্যাকাউন্ট থেকে ভোট দেওয়া যাবে একটিই।
ভোট দেয়ার জন্য https://2016.spaceappschallenge.org/ এই ঠিকানায় গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। পরে https://2016.spaceappschallenge.org/challenges/mars/simspace/projects/martianoasis এই ঠিকানায় গিয়ে মার্শিয়ান ওয়েসিসকে ভোট দিতে হবে। প্রতিদিন একটি অ্যাকাউন্ট থেকে ভোট দেওয়া যাবে একটিই।
সবাই ভোট দিন
আমি সাইফুল ইসলাম শান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।