আমরা সবাই কম বেশী মোবাইল ব্যবহার করি কিন্তু আমাদের মোবাইলের অনেক জরুরি কোড আছে যে গুলো আমাদের দরকারি কিন্তু আমরা জানিনা। আর না জানার ফলে মেকারের কাছে যাই। এছাড়া মোবাইলে ব্যবহৃত সিম কোম্পানি অনেক গোপনিয় কড ও বিভিন্ন সার্ভিসের শর্ট কোড আছে যা আমরা জানিনা। এই সমস্ত সকল কোড প্রয়োজনীয় কোড গুলোকে যদি একত্রে পাওয়া যেত কতই না ভালো হতো। হ্যাঁ বন্ধু আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এমনই একটি এন্ড্রয়েড এপপ্স। এই এপপ্সটি সাথে থাকলে আপনাকে আর কোন কোড মুখস্থ রাখতে হবে না। যাস্ট এপপ্সটি মোবাইলে থাকলেই চলবে।
এক পলকে দেখে নিন কি কি থাকছে এই এপপ্সেঃ
* মোবাইলের যত গোপণীয় কোড – স্যামসাং, আইফোন, নোকিয়া, চায়না ও সকল এন্ড্রয়েড ভার্সন মোবাইলের কোড
* সকল অপারেটর সিমের যত গোপন কোড – সিম অপারেটর ম্যানুয়েল কোড, সার্ভিস চালু কোড, সার্ভিস অফ করার কোড সমুহ
* কিভাবে কোন সিমে প্রিয় ও এফএনএফ নাম্বার করতে হয় তা উদাহরণ সহ বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে
* সকল অপারেটর সিমের E Care অর্থাৎ অনলাইনে সেবা নেওার লিঙ্ক
* সকল সিমের টাকা গায়েব হয়ে যাওয়ার পথ বন্ধ করার উপায় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে
* সকল মোবাইলে ইন্টারনেট সেটিং সিস্টেম – অটো মেটিক কনফিগারেশন আনা, ম্যানুয়ালী নেট কানেকশান সেট করা
* প্রত্যকেটি সিম অপারেটরের নেট প্যাকেজ কোড গুলো অর্থাৎ কোন সিমে কত টাকা দিয়ে কত এমবি নিবেন কিভাবে ইত্যাদি তথ্য সমূহ তুলে ধরা হয়েছে
* মোবাইল সম্পর্কিত কিছু টিপস
* ব্রডব্যান কানেকশান সেবা সার্ভিস এর যোগাযোগ নাম্বার সমূহ
Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create download link বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক। একটি পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে করলে download শুরু হবে।
আমি কাইনেটিক মাল্টিমিডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।