যেকোন এন্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন গেম কন্ট্রোলার (জয়স্টিক) আর ফোন থেকেই খেলুন পিসির যেকোন গেম

আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালই আছি।

আজ অনেকদিন পর আবারও টিউন করার সুযোগ পেলাম। এই কয়েকদিন একটা পারিবারিক সমস্যায় আটকে ছিলাম বলে টিউন করতে পারিনি। যাই হোক, আর কথা বাড়াব না

আমরা সবাই ই কমবেশি গেম খেলতে পছন্দ করি। বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন ধরনের গেম খেলতে পছন্দ করেন। কেউ শুটিং, কেউ রেসিং আবার কেউ ফাইটিং ইত্যাদি ইত্যাদি। এদের ভিতরে আমরা অনেকেই আছি যারা গেম কন্ট্রোলার (জয়স্টিক) ইউজ করি। আবার আমাদের যাদের (জয়স্টিক) নেই, তাদের কি বোর্ড টেপাটেপি করেই খেলতে হয়। জিনিসটা অনেকটা বিরক্তিকরও। আজ আমি আপনাদের এমন একটি এপের সাথে পরিচয় করিয়ে দিবো, যার মাধ্যমে ফোন থেকেই পিসিতে গেম খেলা যাবে।

প্রথম শর্ত হিসেবে আপনাকে কোন ওয়্যারলেস নেটওয়ার্ক যেমন ওয়াইফাই এর সাথে কানেক্ট থাকতে হবে। এ পদ্ধতিটি ল্যাপটপের জন্য সুবিধাজনক।

এপটির নাম "Monect" এছাড়াও আরও অনেক এপ আছে যেগুলো থেকে পিসি কন্ট্রোল করা যায়। কিন্ত মনেক্ট এর মতো পাওয়ারফুল এবং ফ্রি এপ আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। তাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম

 

তাহলে আমরা এবার শুরু করি

এখান থেকে ক্লিক করে মনেক্ট এর পেজ থেকে প্রথমে "Monect" এর apk file এবং পিসির জন্য  "Pc remote receiver" ডাউনলোড করে নিতে হবে।

এর পরপরই আপনাকে যেকোন একটি ওয়াইফাই নেটওয়ার্ক এর সাথে কানেক্ট হতে হবে। ধরুন আমার বাসায় ওয়াইফাই আছে। আমি আমার ল্যাপটপটি ওয়াইফাই এর সাথে কানেক্ট করলাম। যদি আপনার ওয়াইফাই কানেকশন নাও থাকে তাহলেও হবে। আপনার দুইটি এন্ড্রইয়েড ফোন থাকলে একটিতে হটস্পট অন করেও তার সাথে ল্যাপটপ বা পিসি কানেক্ট করতে পারেন...

এখন পিসি রিমোট রিসিভার এর জিপ ফাইলটা আনজিপ করুন। ছবির মতো এরকম আসবে

এখন নীল রঙের আইকনটিতে ক্লিক করুন। ইন্সটল উইজার্ড ওপেন হবে

ইন্সটল করুন। যা যা করতে বলে করুন। সঠিকভাবে ইন্সটল হয়ে গেলে এরকম দেখাবে

ডান বাটনে ক্লিক করার পরই আপনি মনেক্ট এর পিসি রিসিভার এর মুল মেনুটি দেখতে পাবেন। নিচের মতো

আপাতত পিসিতে কাজ শেষ। এটাকে এভাবেই রেখে দিন। এরপর Apk file টি ফোনে ইন্সটল দিন। ইন্সটল হবার সাথে সাথে ওপেন করবেন না, ডান দিয়ে বেরিয়ে আসুন। এরপর আপনার এন্ড্রয়েড ফোনটিকে ওই একই ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত করুন যার সাথে আগে থেকেই আপনার ল্যাপটপ বা পিসি কানেক্টেড অবস্থায় রয়েছে। এরপর ফোন থেকে মনেক্ট এ প্রবেশ করুন। নিচের ছবির মতো দেখাবে

যদি সবকিছু সঠিকভাবে করা হয়ে থাকে তাহলে Available Device এর জায়গায় আপনার ডিভাইস বা আপনার পিসির নাম শো করবে। ওখানে ক্লিক করলে নিচের ছবির মত দেখাবে। এটাই মনেক্ট এর মুল মেনু

রিমোট ডেস্কটপঃ  এখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার ফোনে পিসি স্ক্রিন দেখতে পাবেন এবং ফোন থেকেই যেকোন কিছু করতে পারবেন। ফোনে যা করবেন সেটাই পিসিতে শো করবে

প্রোজেক্টরঃ এই অপশন থেকে আপনি আপনার ফোনের যেকোন ভিডিও বা ছবি পিসিতে দেখতে পারবেন

ডাটা কেবলঃ এই অপশনটি আপনি ফোন থেকে কোন কিছু পিসিতে ট্রান্সফার করার জন্য ইউজ করতে পারেন। এটা অয়্যারলেস ডাটা কেবল হিসেবে কাজ করবে

মাই কম্পিউটারঃ এখান থেকে আপনি আপনার পিসির যেকোন ড্রাইভে এক্সেস করতে পারবেন। যেকোন ফাইল ওপেন এবং ডিলেট করতে পারবেন।

রেইসঃ রেসিং গেম খেলার জন্য আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এটা আপনার ফোনের মোশন সেন্সর ইউজ করে আপনাকে পিসিতে গ্রিড অটোস্পোর্ট, নিড ফর স্পিড এবং এ জাতীয় অন্যান্য গেম খেলার সুবিধা দেয়। মোশন এক্টিভেট করার জন্য আপনাকে জি সেন্সর নামের লেখাটির উপর ক্লিক করতে হবে

গেমপ্যাডঃ এ অপশনটি আপনি স্ট্র্যাটেজি টাইপের গেমগুলো খেলার জন্য ইউজ করতে পারেন

শুটার মোডঃ এখান থেকে আপনি গোলাগুলি টাইপের গেম যেমন মডার্ন কমব্যাট, কল অফ ডিউটি ইত্যাদি খেলতে পারবেন

ফ্লাই মোডঃ এখান থেকে আপনি ফ্লায়িং সম্পর্কিত যেসব গেম রয়েছে, যেমন হক্স খেলতে পারবেন।  জি সেন্সর এ ক্লিক করে এক্টিভেট করে নিতে হবে

টাইপরাইটার কিঃ এখান থেকে আপনি টাইপ করতে পারবেন। উপযুক্ত সু্যোগ  সুবিধা সহ

ফাংশন কিঃ বিভিন্ন ধরনের শর্টকাট যেমন, শাট ডাউন, রিস্টার্ট এখন থেকে কন্ট্রোল করতে পারবেন।

নিউমেরিক কি প্যাডঃ ডিলেট, এন্টার, ইনসার্ট, হোম, এন্ড, ব্যাকস্পেস জাতীয় বাটনগুলো এখান থেকে কন্ট্রোল করা যাবে।

টাচপ্যাডঃ এটা মুলত মাউজ। এখান থেকে মাউজ পয়েন্টার নিয়ন্ত্রন করা যাবে

পাওয়ারপয়েন্ট কন্ট্রোলঃ ফাংশন কি এর মতই। কিন্ত এখানে আরও কিছু সুবিধা যোগ করা আছে।

ব্রাউজার মোডঃ এখান থেকে ব্রাউজার কন্ট্রোল করা যাবে।

মিডিয়া মোডঃ মাউজ এর মতই। কিন্ত এখান থেকে মাউজ এর সাথে সাথে মিডিয়াও কন্ট্রোল করা যায়। যেমন গান অফ করা বা চালু করা, চেঞ্জ করা, ভলিউম বাড়ানো কমানো ইত্যাদি।

জিটিএ ফাইভঃ এটা মনেক্ট এর একটি স্পেশাল ফিচার। এখানে জিটিএ ফাইভ এর সমস্ত কন্ট্রোল দেয়া আছে। এখান থেকেই খুব সহজেই জিটিএ ফাইভ খেলা যায়। আলাদা করে শুটিং, ফ্লায়িং ও গাড়ির জন্য কন্ট্রোল সেটাপ করা আছে।

সবশেষে আর একটি কথা। এটা একটা ফ্রি সফটওয়্যার। এখানে সবকিছুই কন্ট্রোল করা যায়, সেন্সিটিভিটি ছাড়া। এজন্য আপনাকে ভি আই পি হতে হবে। কিন্ত তার আর দরকার নেই। আপনারা এখান থেকে মনেক্ট এর ভি আই পি ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন

ডাউনলোড লিঙ্কঃ Monect Vip Apk

যদি কোন সমস্যা হয় আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন

আমার ফেইসবুক আইডিঃ ইমরান খান

FIrst of all, thanks to god for everything. একটা টিউন করতে এমনিতেই অনেক সময় লাগে। আজ প্রায় অনেক্ষন সময় নিয়ে টিউনটি লিখেছি। ভাল লাগলে অবশ্যই টিউমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভাল লাগবে। সবসময় আপনাদের কাছ থেকে অনেক উৎসাহ পাবো আশা করি। ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা রইলো। ভাল থাকবেন সবাই। কোন ভুল ত্রটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর চোখে দেখার অনুরোধ রইলো

 আল্লাহ হাফেজ

Level 0

আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

4 years techtunes er sathe achi. onek age account korsilam,pass o vule gasilam,onek khuje pass ber kore log in korlam just comments korte,techtunes er first comments.
kothai paisen erokom jinis?? just mind blowing ekta jinis,really boltesi ami erokom darun jinis khub kom dekhesi, many many thnx erokom ekta jinis amader k guft korar jonno, aimatro nfs download kore khellam ,onek moja lagse, thnx again,asa kori erokom post aro pabo apner theke. thnx

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার টিউমেন্টটা অনেক ভাল লাগলো, দোয়া করবেন ভাইয়া। আপনাদের কাছ থেকে এমনভাবে দোয়া আর উৎসাহ পেলে ইনশা আল্লাহ ভবিষ্যতে আরো ভাল কিছু শেয়ার করার চেষ্টা করবো। And once again, thanks for your inspiring comment 🙂