বাংলা কবিতার বিখ্যাত লাইন নিয়ে একটি এন্ড্রয়েট অ্যাপ

The description of বাংলা কবিতার বিখ্যাত লাইনগুলি
ভাত দে হারামজাদা
তা না হলে মানচিত্র খাব,

অথবা

এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,

তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নেন জলে।

কিংবা

আজিকার রোদ ঘুমায়ে পড়িয়া ঘোলাটে মেঘের আড়ে,

কেয়া-বন পথে স্বপন বুনিছে ছল ছল জল-ধারে।

কাহার ঝিয়ারী কদম্ভ-শাখে বিঝুম নিরালায়

ছোট ছোট রেণু খুলিয়া দেখিছে অস্ফুট কলিকায়।

 

হ্যাঁ, এরকম কিছু কালজয়ী পংক্তি নিয়েই আমাদের এই অ্যাপ টি সাজানো হয়েছে। এখানে আমি ৩৫ টির ও বেশি কবিতার প্রায় ৫০ টির বেশি পংক্তি আছে যা যুগে যুগে মানুষকে আনন্দ দিয়ে গেছে। চিন্তার খোরাক যুগিয়ে গেছে।

কিছু কিছু পংক্তি কবিতা ও কবির চেয়েও বড় হয়ে আছে আমাদের বাংলা সাহিত্যে। কালজয়ী প্রায় সকল কবির কবিতার লাইন পাবেন এখানে। এবং কবির নামসহ। তাই আর দেরি কেন এখনই ডাউনলোড করে সংগ্রহ করে নিতে পারেন বাংলা কবিতার বিখ্যাত লাইন নিয়ে একটি এন্ড্রয়েট অ্যাপটি।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে create  download link বাটনের নিচে  Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে।ঐ টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক। একটি  পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন।যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে  করলে download শুরু হবে।

সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে নতুন কোন টিউন এ। সবাই কে ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Level 0

আমি কাইনেটিক মাল্টিমিডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধইন্না